নিজস্ব প্রতিবেদক।।
“ বন্ধুত্বের বন্ধন আর্ত মানবতার সেবায়” এ শ্লোগানকে ধারন করে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ঐতিহ্যের বিদ্যাপীঠ কুমিল্লা জিলা স্কুলের ৯৮ ব্যাচ এর বন্ধুরা। দেশে-বিদেশে থাকা বন্ধুদের অর্থায়নে কুমিল্লায় ৫ শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করা হয়।
গত শুক্রবার (৩১ ডিসেম্বর ২০২১) বিকেলে কুমিলা জিলা স্কুলের ৯৮ ব্যাচের উদ্যোগে স্কুলের মাঠে পথশিশু সহ সহায়দের মাঝে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার। এসময় সহকারী প্রধান শিক্ষক আবদুল হাফিজ সহ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
এছাড়া নগরীর কয়েকটি এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমদের মাঝে ৫ শত ৫০ টি কম্বল বিতরণ করা হয়। পুরো আয়োজনের কুমিলা জিলা স্কুলের ৯৮ ব্যাচের বন্ধুরা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার বলেন, “ কুমিল্লা জিলা স্কুল শুধু একাডেমিক শিক্ষাই দেয় না। মানবতাবোধেরও শিক্ষা দেয়, যার প্রমান এ কর্মসূচি। জিলা স্কুল -৯৮ ব্যাচ মানব সেবায় যে দৃষ্টান্ত দেখিয়েছে তা অন্যদের কাছে অনুকরনীয় হতে পারে।”
আরো দেখুন:You cannot copy content of this page