সড়ক দুর্ঘটনার ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা

কুবি প্রতিনিধি।।
সড়ক দুর্ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইরফান উল্লাহ আহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি মামলা দায়ের করেছে। শনিবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার। নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বলেন, ‘আমরা গত ৯ তারিখ মামলা করেছি। ড্রাইভার পলাতক আছে তাই তার নাম জানা যায়নি। পুলিশ প্রশাসন এ ব্যাপারে তৎপর আছে।’

বিষয়টি নিয়ে ময়নামতি হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘ কোতোয়ালি মডেল থানায় মামলাটি হয়েছে। এই মামলাটি তদন্ত করছে ময়নামতি হাইওয়ে থানা। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমরা আসামিকে ধরতে পারবো বলে আশাবাদী।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘ বিশ্ববিদ্যালয় বাদী হয়ে মামলা করেছে। পুলিশ গ্রেফতার করার চেষ্টা করছে। শিক্ষার্থীকে ধাক্কা দেয়া বাসটি জব্দ করেছে পুলিশ।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘ আমি আজ (১১ নভেম্বর) আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে গিয়েছি। তার একটি অস্ত্রোপাচার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আহত ইরফান উল্লাহর পাশে আছে। আইনগত, অর্থনৈতিক যেকোন সাহায্য আমরা করবো।’

এর আগে বৃহস্পতিবার ( ৯ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় ঢাকা-চট্রগ্রাম রুটের জাগরঝুলি বিশ্বরোড এলাকায় ভুক্তভোগী শিক্ষার্থী মোহাম্মদ ইরফান উল্লাহর সাইকেলে ধাক্কা দেয় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা তিশা প্লাস নামক একটি বাস। বাসটির রেজিস্ট্রেশন নম্বর হলো ঢাকা মেট্রো ব-১৫-১৬৪৮। ভুক্তভোগী শিক্ষার্থী মোহাম্মদ ইরফান উল্লাহ পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। বর্তমানে তিনি ঢাকার কল্যাণপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page