০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবি আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এমসিজে ও সিএসই বিভাগ কুমিল্লায় চালু হলো দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো, সরবরাহ ৪ জেলায় মুরাদনগরে পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪ কুবি ভর্তি পরীক্ষায় আবেদন ছাড়িয়েছে ৮০ হাজার, সময় শেষ ৩১ ডিসেম্বর সৌদি আরব পূর্বাঞ্চলের কেন্দ্রীয় যুবদল নেতা ইয়াকুব চৌধুরীকে চৌদ্দগ্রামে সংবর্ধনা কুমিল্লার প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ধাওয়ায় পুকুরে লাফিয়ে পড়ে প্রেমিকের মৃত্যু বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন; মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও স্বাধীনতা রক্ষা করব – ড. মোবারক হোসাইন চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বুড়িচংয়ে অটোচালক হত্যার ঘটনায় মূল আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

সহকারী শিক্ষক নিয়োগ: কুমিল্লায় অনুপস্থিত ৮ হাজার!

  • তারিখ : ১০:৩৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
  • 57

নেকবর হোসেন।।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার প্রথম দিনে কুমিল্লায় অনুপস্থিত ছিলেন আট হাজার ৮০ জন (৩৮ শতাংশ)। জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন ২১ হাজার ১৪৭ জন।

শুক্রবার (২২ এপ্রিল) সকালে কুমিল্লা নগরীর ২০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ২০২০ সালে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে মন্ত্রণালয়। পরে দেশে করোনা প্রাদুর্ভাব বেড়ে গেলে পরবর্তী কার্যক্রম স্থগিত করা হয়। শুক্রবার অনুষ্ঠিত এ পরীক্ষায় কুমিল্লায় ২০টি কেন্দ্রে ২১ হাজার ১৪৭ জনের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে অংশ নেন ১৩ হাজার ৬৭ জন। ফলে অনুপস্থিত ছিলেন আট হাজার ৮০ জন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান জানান, কুমিল্লার ১৭ উপজেলায় দুই হাজার ১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রায় ৮০০ সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা শেষে এসব পদ পূরণ করা হবে।

error: Content is protected !!

সহকারী শিক্ষক নিয়োগ: কুমিল্লায় অনুপস্থিত ৮ হাজার!

তারিখ : ১০:৩৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২

নেকবর হোসেন।।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার প্রথম দিনে কুমিল্লায় অনুপস্থিত ছিলেন আট হাজার ৮০ জন (৩৮ শতাংশ)। জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন ২১ হাজার ১৪৭ জন।

শুক্রবার (২২ এপ্রিল) সকালে কুমিল্লা নগরীর ২০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ২০২০ সালে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে মন্ত্রণালয়। পরে দেশে করোনা প্রাদুর্ভাব বেড়ে গেলে পরবর্তী কার্যক্রম স্থগিত করা হয়। শুক্রবার অনুষ্ঠিত এ পরীক্ষায় কুমিল্লায় ২০টি কেন্দ্রে ২১ হাজার ১৪৭ জনের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে অংশ নেন ১৩ হাজার ৬৭ জন। ফলে অনুপস্থিত ছিলেন আট হাজার ৮০ জন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান জানান, কুমিল্লার ১৭ উপজেলায় দুই হাজার ১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রায় ৮০০ সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা শেষে এসব পদ পূরণ করা হবে।