০৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ কুমিল্লা স্টেডিয়াম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার আ’লীগের হামলায় আহত মহিলাদল নেত্রীকে দেখতে কুমিল্লায় সাবেক মন্ত্রী কায়কোবাদ খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে -সফিকুর রহমান বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন

হোমনায় ছাত্রকে যৌন পীড়নের অভিযোগে মাদ্রাসার মুহতামিম আটক

  • তারিখ : ১১:১৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • 58

সোনিয়া আফরিন
কুমিল্লার হোমনায় এক মাদ্রাসা ছাত্রকে যৌন পীড়নের অভিযোগে ওই প্রতিষ্ঠানের মুহতামিমকে আটক করেছে পুলিশ।

ভিকটিমের বাবা’র অভিযোগের সত্যতা পেয়ে আজ ১২অক্টোবর দুপুরে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র মুহতামিম হাফেজ মাওলানা নাছির উদ্দিনকে (৩৫) আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভাষানিয়া ইউনিয়নস্থ কৃষ্ণপুর তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভিতরে ভিকটিমকে ওই প্রতিষ্ঠানের মুহতামিম ও উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোঃ নাজির ভূইয়ার ছেলে হাফেজ মাওলানা মোঃ নাছির উদ্দিন গত আট মাস ধরে প্রতি বৃহস্প্রতিবার রাত ৯টার পর ভাত খাওয়া শেষে রুমের ভিতর নিয়া শরীর ম্যাসেজ করাতো এবং একপর্যায়ে হালকা ঘুম ঘুম ভাব হইলে ভিকটিমকে জড়াইয়া ধরিয়া তাহার অসৎ উদ্দেশ্য চরিতার্থের লক্ষ্যে ভিকটিমের মুখে ও ঠুঁটে চুমু দিতো।

ভিকটিম এতিম শিক্ষার্থী বিধায় এসবের প্রতিবাদ করতে পারতো না। মাঝে মাঝে ভিকটিমের সাথে যৌনপীড়নের চেষ্টাও চালাতো।

বিষয়টি ভিকটিম তার বাবাকে অবগত করলে ভিকটিমের পিতা বাদী হয়ে এজাহার দায়ের করিলে হোমনা থানা পুলিশ বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আজ ১২ অক্টোবর হোমনা থানার মামলা নং-০৬, (ধারা-নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ (সংশোধনী/০৩) এর ১০) রুজু করা হয়।

এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদীন জানান, ঘটনাটি স্পর্শ কাতর হওয়ায় আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে আটক করেছি। প্রাথমিকভাবে তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। অভিযুক্তকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ করে কেউ রক্ষা পাবে না। অপরাধ নির্মূলে হোমনা থানা পুলিশ কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

error: Content is protected !!

হোমনায় ছাত্রকে যৌন পীড়নের অভিযোগে মাদ্রাসার মুহতামিম আটক

তারিখ : ১১:১৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

সোনিয়া আফরিন
কুমিল্লার হোমনায় এক মাদ্রাসা ছাত্রকে যৌন পীড়নের অভিযোগে ওই প্রতিষ্ঠানের মুহতামিমকে আটক করেছে পুলিশ।

ভিকটিমের বাবা’র অভিযোগের সত্যতা পেয়ে আজ ১২অক্টোবর দুপুরে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র মুহতামিম হাফেজ মাওলানা নাছির উদ্দিনকে (৩৫) আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভাষানিয়া ইউনিয়নস্থ কৃষ্ণপুর তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভিতরে ভিকটিমকে ওই প্রতিষ্ঠানের মুহতামিম ও উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোঃ নাজির ভূইয়ার ছেলে হাফেজ মাওলানা মোঃ নাছির উদ্দিন গত আট মাস ধরে প্রতি বৃহস্প্রতিবার রাত ৯টার পর ভাত খাওয়া শেষে রুমের ভিতর নিয়া শরীর ম্যাসেজ করাতো এবং একপর্যায়ে হালকা ঘুম ঘুম ভাব হইলে ভিকটিমকে জড়াইয়া ধরিয়া তাহার অসৎ উদ্দেশ্য চরিতার্থের লক্ষ্যে ভিকটিমের মুখে ও ঠুঁটে চুমু দিতো।

ভিকটিম এতিম শিক্ষার্থী বিধায় এসবের প্রতিবাদ করতে পারতো না। মাঝে মাঝে ভিকটিমের সাথে যৌনপীড়নের চেষ্টাও চালাতো।

বিষয়টি ভিকটিম তার বাবাকে অবগত করলে ভিকটিমের পিতা বাদী হয়ে এজাহার দায়ের করিলে হোমনা থানা পুলিশ বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আজ ১২ অক্টোবর হোমনা থানার মামলা নং-০৬, (ধারা-নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ (সংশোধনী/০৩) এর ১০) রুজু করা হয়।

এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদীন জানান, ঘটনাটি স্পর্শ কাতর হওয়ায় আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে আটক করেছি। প্রাথমিকভাবে তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। অভিযুক্তকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ করে কেউ রক্ষা পাবে না। অপরাধ নির্মূলে হোমনা থানা পুলিশ কঠোর পরিশ্রম করে যাচ্ছে।