হোমনায় শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনা উপজেলার উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগমের স্বেচ্ছায় অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতি ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে আজ সোমবার (৩০ নভেম্বর) ১২ টার দিকে উপজেলা শিল্পকলা একাডেমীতে বিদায়ী শিক্ষা কর্মকর্তাকে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে এর সভাপতিত্বে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম ভুঁইয়ার সঞ্চালনায় বিদায়ী শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগমের কর্মকালীন কর্ম দক্ষতা, কর্মজীবনের স্মৃতিচারণ করে শিক্ষকদের ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার লক্ষে বক্তব্য হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লায়ন মো. কামাল উদ্দিন মাস্টার, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো.আবদুল হক সরকার,সহকারী শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, সোহাগ ভূট্রাচার্য,ও খাদিজা আক্তার অফিস সহকারী মো. রিপন ও কামরুজ্জামান, শিক্ষক সমিতির সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান, প্রধান শিক্ষক কে জি এম সেলিম,আঞ্জুমানারা কেয়া, খায়রুন্নেছা প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষা অফিসার মাহমুদা বেগম উপস্থিত সবার কাছে দোয়া চেয়ে আবেগ আপ্লুত হয়ে বক্তব্য রাখেন। আলোচনা শেষে শিক্ষক সমিতির পক্ষ থেকে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষা অফিসারের হাতে সম্মাননা স্মারকসহ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

You cannot copy content of this page