০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহরাস্তিতে খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুমিল্লার হোমনায় একই পরিবারের তিন সদস্যের আইটিপি সাফল্য কুমিল্লা সাবেক-৯ আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ; যান চলাচল বন্ধ কুমিল্লায় মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, একই পরিবারের ৭ জন নিহত যারা নিজেদের স্বার্থে জনগণকে বঞ্চিত করে, তাদের বিএনপিতে ঠাঁই নেই -ইঞ্জিনিয়ার মমিনুল হক শাহরাস্তিতে গণঅভ্যুত্থান দিবসের র‍্যালিতে অংশ নিতে এসে যুবদল নেতার মৃত্যু চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বিএনপি এক-তৃতীয়াংশ আসন পেয়ে জয় লাভ করবে: ড. খন্দকার মারুফ হোসেন

ওজনে বিক্রি হচ্ছে তরমুজ, দাউদকান্দিতে লাভবান ব্যবসায়ীরা- ঠকছে ক্রেতারা

  • তারিখ : ০৫:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • 57

রাজিব হোসেন জয়।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন হাট-বাজারে ওজনে তরমুজ বিক্রি শুরু হয়েছে৷ এতে ব্যবসায়ীরা লাভবান হলেও ঠকছে সাধারন ক্রেতারা ৷ প্রচন্ড গরম এবং মৌসুম শেষ হওয়ায় এর দাম বেড়েছে অনেক ৷

তবে ওজন ব্যতীত তরমুজ বিক্রি করলে লোকসান গুনতে হবে বলে ব্যবসায়ীরা জানান৷ স্থানীয় ফল ব্যবসায়ীরা জানান,মৌসুম শেষ হওয়ায় অধিকাংশ কৃষকের ক্ষেতের তরমুজ বিক্রি প্রায় শেষের পথে৷ ফলে হঠাৎ করে এর চাহিদা বেড়ে গেছে৷

এদিকে প্রচন্ড গরম এবং রমজান মাস চলমান থাকায় মানুষ ঝুঁকে পড়েছে তরমুজের দিকে৷তবে বাজারে গিয়ে অনেক ক্রেতা হোচট খাচ্ছে তরমুজের দাম শুনে৷ ওজনে তরমুজ বিক্রির আগে ৫ কেজি একটি তরমুজের দাম ছিল ১৫০ থেকে ২০০ টাকা৷ বর্তমানে ওজনে তা ১৩০ থেকে ২০০ কেজি দরে তা বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়৷ এদিকে ওজনে তরমুজ বিক্রি করা নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে বাক-বিতন্ডা লেগেই আছে প্রতিনিয়ত৷ এতে ক্রেতা-বিক্রেতারা উভয়ই বিপাকে পড়েছে৷

এ ব্যাপারে তরমুজ ক্রেতা সাইফুল ইসলাম টিটু জানান,রমজান মাস বলে প্রতিদিন ইফতারে জন্য তরমুজ কিনতে হয় ৷ তবে ওজনে এই প্রথম কিনলাম৷শাহজাহান মিয়া নামের এক ক্রেতা জানায়, ১৫/২০ দিন আগে ও যে সাইজের তরমুজ ১৫০থেকে ২৫০ কিনেছি,বর্তমানে ওজনে ৬০০ থেকে ৮০০ টাকায় কিনতে হয়েছে৷ এদিকে বিক্রেতা মুসু মিয়া জানান,ক্ষেতে যেহেতু তরমুজ নাই,আগের চেয়ে বেশী দামে কিনতে হচ্ছে৷ এতে ওজনে বিক্রি না করে আগের মত গোটা হিসেবে বিক্রি করলে আসল টাকা উঠবে না বলে তিনি উল্লেখ করেন৷

এদিকে ওজনে তরমুজ বিক্রি শুরু করায় তরমুজ প্রিয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্ঠি হয়েছে৷ তরমুজ ওজনে কিনতে হওয়ায় ভোক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন অচিরেই ওজনে তরমুজ বিক্রির দাবি জানান৷

ওজনে বিক্রি হচ্ছে তরমুজ, দাউদকান্দিতে লাভবান ব্যবসায়ীরা- ঠকছে ক্রেতারা

তারিখ : ০৫:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১

রাজিব হোসেন জয়।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন হাট-বাজারে ওজনে তরমুজ বিক্রি শুরু হয়েছে৷ এতে ব্যবসায়ীরা লাভবান হলেও ঠকছে সাধারন ক্রেতারা ৷ প্রচন্ড গরম এবং মৌসুম শেষ হওয়ায় এর দাম বেড়েছে অনেক ৷

তবে ওজন ব্যতীত তরমুজ বিক্রি করলে লোকসান গুনতে হবে বলে ব্যবসায়ীরা জানান৷ স্থানীয় ফল ব্যবসায়ীরা জানান,মৌসুম শেষ হওয়ায় অধিকাংশ কৃষকের ক্ষেতের তরমুজ বিক্রি প্রায় শেষের পথে৷ ফলে হঠাৎ করে এর চাহিদা বেড়ে গেছে৷

এদিকে প্রচন্ড গরম এবং রমজান মাস চলমান থাকায় মানুষ ঝুঁকে পড়েছে তরমুজের দিকে৷তবে বাজারে গিয়ে অনেক ক্রেতা হোচট খাচ্ছে তরমুজের দাম শুনে৷ ওজনে তরমুজ বিক্রির আগে ৫ কেজি একটি তরমুজের দাম ছিল ১৫০ থেকে ২০০ টাকা৷ বর্তমানে ওজনে তা ১৩০ থেকে ২০০ কেজি দরে তা বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়৷ এদিকে ওজনে তরমুজ বিক্রি করা নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে বাক-বিতন্ডা লেগেই আছে প্রতিনিয়ত৷ এতে ক্রেতা-বিক্রেতারা উভয়ই বিপাকে পড়েছে৷

এ ব্যাপারে তরমুজ ক্রেতা সাইফুল ইসলাম টিটু জানান,রমজান মাস বলে প্রতিদিন ইফতারে জন্য তরমুজ কিনতে হয় ৷ তবে ওজনে এই প্রথম কিনলাম৷শাহজাহান মিয়া নামের এক ক্রেতা জানায়, ১৫/২০ দিন আগে ও যে সাইজের তরমুজ ১৫০থেকে ২৫০ কিনেছি,বর্তমানে ওজনে ৬০০ থেকে ৮০০ টাকায় কিনতে হয়েছে৷ এদিকে বিক্রেতা মুসু মিয়া জানান,ক্ষেতে যেহেতু তরমুজ নাই,আগের চেয়ে বেশী দামে কিনতে হচ্ছে৷ এতে ওজনে বিক্রি না করে আগের মত গোটা হিসেবে বিক্রি করলে আসল টাকা উঠবে না বলে তিনি উল্লেখ করেন৷

এদিকে ওজনে তরমুজ বিক্রি শুরু করায় তরমুজ প্রিয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্ঠি হয়েছে৷ তরমুজ ওজনে কিনতে হওয়ায় ভোক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন অচিরেই ওজনে তরমুজ বিক্রির দাবি জানান৷