ফয়সাল মিয়া, কুবি।।
সাংস্কৃতিক বৈচিত্রায়ণ উপস্থাপনার মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি ) র্যালির মধ্য দিয়ে নৃবিজ্ঞান সপ্তাহের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। এছাড়াও র্যালিতে প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।
বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে র্যালিটি সামাজিক বিজ্ঞান অনুষদের নিচ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ঘুরে মুক্তমঞ্ছে শেষ হয়। র্যালি শেষে বিভাগের শিক্ষকবৃন্দ, অ্যানথ্রোপলজি সোসাইটির সদস্য ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা একযোগে কেক কেটে ও পায়রা উড়িয়ে, বিভিন্ন খেলার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করেন।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি নৃবিজ্ঞান সপ্তাহ ২০২৫ সমাপ্ত হবে।
আরো দেখুন:You cannot copy content of this page