কুমিল্লায় কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ১ নং কালিরবাজার ইউনিয়নের অলীপুর দক্ষিণপাড়া সংলগ্ন কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, উক্ত মাটি মূলত ইট ভাটায় ইট প্রস্তুতের জন্য ব্যবহার করা হয়। কোতোয়ালি মডেল থানার সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা এই অভিযান পরিচালনা করেন।

এই সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কালিরবাজার ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

উপস্থিত জনসাধারণকে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার ফলে কৃষিজ পণ্যের উৎপাদন ব্যাহত হওয়া এবং মাটির উর্বরতা হ্রাস পাওয়া নিয়ে জনসাধারণকে সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা।

উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন বলেন, ফসলি জমির টপসয়েল কেটে নিলে জমির উর্বরতা বিনষ্ট হয়। যারা যারা তাদের কৃষি জমির টপসয়েল বিক্রয় করছেন বা কাটছেন তাদের তালিকা প্রণয়নের জন্য আদর্শ সদর উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা বলেন, কৃষি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

তবে কৃষি জমি রক্ষায় জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিসহ সমাজের সকল স্তরের মানুষের এগিয়ে আসা আবশ্যক।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page