জহিরুল হক বাবু।।
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি-হামলার ঘটনায় সদর আসনের সাবেক এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার, সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়াসহ ২৬১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত আরো ১৫০/২০০ জনকে আসামি করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার সংগঠক মো. ইনজামুল হক রানা বাদী হয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কোতয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও আরও প্রায় ৩০ জন আইনজীবীকে আসামি করা হয়েছে।
বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, বাদীর লিখিত অভিযোগ পেয়ে মামলাটি রেকর্ড করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাবেক এমপি বাহারের হুকুমে কয়েক জন আসামির সরবরাহকৃত অস্ত্র দিয়ে অন্যান্য আসামিরা গত বছরের ৩ আগস্ট কুমিল্লা নগরীর পুলিশ লাইন উচ্চবিদ্যালয়ের পাশের সড়কে আগ্নেয়াস্ত্র ও অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র-জনতার উপর হামলা চালায়। গুলি ও হামলায় বেশ কিছু ছাত্র-জনতার কয়েক জন গুলিবিদ্ধ ও অনেকে রক্তাক্ত জখমসহ গুরুতর আহত হয়।
মামলায় আসামিরা হচ্ছেন-
১। আ ক ম বাহাউদ্দিন বাহার (সাবেক এমপি) ৭২, মুন্সেফ বাড়ি, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা।
২। রেজাউল ইসলাম মাজেদ (৩৬), সেকশন অফিসার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, থানা-সদর দক্ষিন।
৩। আব্দুল হাই বাবলু (৬০), চেয়ারম্যান, সদর দক্ষিন উপজেলা, পিতা- মৃত আনছর আলী, শাকতলা, থানা- সদর দক্ষিন, কুমিল্লা।
৪। আমিনুল ইসলাম টুটুল (৫২), পিতা- রফিকুল ইসলাম, গ্রাম- ধর্মপুর, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা।
৫। আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ (যুবলীগ নেতা) ৫৫, পিতা- মেতু মিয়া, মুরাদপুর, থানা- কোতয়ালী।
৬। আতিকুল্লাহ খোকন (৬৫), পিতা-অজ্ঞাত, সাং- ঝাউতলা, থানা- কোতয়ালী, কুমিল্লা।
৭। জহিরুল ইসলাম রিন্টু (৪৮), সভাপতি, স্বেচ্ছাসেবকলীগ, কুমিল্লা মহানগর, পিতা-অজ্ঞাত, থানা- কোতয়ালী।
৮। মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া (৫৩), পিতা-মৃত আলী আহাম্মদ ভূইয়া, সাং-মনোহরপুর, অলুয়া, থানা- ব্রাহ্মনপাড়া, বর্তমানে- পড়শী ভিলা, ঝাউতলা, কোতয়ালী কুমিল্লা।
৯। আব্দুল বারেক (৫৫), পিতা- মৃত মোহাম্মদ আলী, সাং-কান্দিরপাড়, থানা- কোতয়ালী।
১০। আহমেদ নিয়াজ পাবেল (৪৬), পিতা- মৃত আলী মিয়া, শাসনগাছা, থানা- কোতয়ালী।
১১। রেজা-ই এলাহী (৩৬), পিতা-অজ্ঞাত, লোকপ্রশাসন, ৫ম ব্যাচ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সদর দক্ষিন।
১২। মোঃ জহিরুল ইসলাম সেলিম (৬৫), পিতা-মৃত মোঃ সিরাজুল ইসলাম, সাং-দক্ষিণ চর্থা, কোতয়ালী, কুমিল্লা।
১৩। মোঃ মোস্তাফিজুর রহমান লিটন (৬০), পিতা-মৃত ছিদ্দিকুর রহমান, সাং-আশারকোটা, নাঙ্গলকোট, বর্তমানে প্রিন্স হাউজ, দক্ষিণ বাগিচাগাও, কোতয়ালী কুমিল্লা।
১৪। জাকির হোসেন (৫০), পিতা-মোহাম্মদ আলী, সাং-অলুয়া, বি-পাড়া, কুমিল্লাবর্তমনে-প্রিন্স প্যালেস, রেইসকোর্স, কোতয়ালী কুমিল্লা।
১৫। মোঃ ইউনুছ ভূইয়া (৬৫), সাবেক উপজেলা চেয়ারম্যান পিতা-মৃত সিদ্দিকুর রহমান, সাং-পশ্চিমগাও, থানা-লাকসাম, বর্তমানে-ধর্মসাগরের পশ্চিমপাড়, কোতয়ালী মডেল, কুমিল্লা।
১৬। মোঃ আমজাদ হোসেন (৫০), পিতা-মৃত আমিনুল হুদা, সাং-কালিয়াজুরি, কোতয়ালী, কুমিল্লা।
১৭। মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), পিতা-মোঃ আবদুর রহিম, সাং-উত্তর জয়কামতা, থানা-লালমাই, কুমিল্লা।
১৮। ফয়েজ আহমেদ ভুলু (৪৪), পিতা-হারুন মিয়া, সাং-দৈয়ারা লক্ষীপুর, ২২নং ওয়ার্ড, সদর দক্ষিণ, কুমিল্লা।
১৯। খোরশেদ আলম (৬৫) আহবায়ক কৃষকলীগ, পিতা-অজ্ঞাত, সাং-দৈয়ারা লক্ষীপুর, ২২নং ওয়ার্ড, সদর দক্ষিণ, কুমিল্লা।
২০। ইবনে শাঈখ (৪৮), পিতা-মৃত সেকান্দর আলী, সাং-ওলইন, সদর দক্ষিণ, কুমিল্লা।
২১। মোঃ মাহবুবুর রহমান (৫৯), পিতা-মৃত খলিলুর রহমান, সাং-রাজবাড়ী, কোতয়ালী, কুমিল্লা।
২২। সৈয়দ শাহিদুল আহসান টিপু (৪৫), পিতা-মৃত সৈয়দ আবদুল করিম, সাং-মোগলটুলি, কোতয়ালী, কুমিল্লা।
২৩। এসএম সায়েম (২৯), পিতা-অজ্ঞাত, লোক প্রশাসন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সদর দক্ষিণ।
২৪। এনামুল হক ফয়েজ (৪৫) অস্ত্রধারী পিস্তল, পিতা- সিরাজুল হক, মনোহরপুর, কোতয়ালী, কুমিল্লা।
২৫। রবিউল হক রবু (২৮), অস্ত্রধারী, পিতা- আবু হোসেন, মনোহরপুর, কোতয়ালী, কুমিল্লা।
২৬। রাশেদ (২৮), পিতা-অজ্ঞাত, অস্ত্রধারী, ২নং ওয়ার্ড যুবলীগ সেক্রেটারী, সাং-ছোটরা, কোতয়ালী মডেল, কুমিল্লা।
২৭। শাওন (৩৫), পিতা-ইউনুছ মেম্বার, সাং-চাঁনপুর বেবীস্ট্যান্ড, কোতয়ালী, কুমিল্লা।
২৮। সফিকুল ইসলাম (৪৫), পিতা- মৃত ইয়াকুব আলী, হাউজিং, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা।
২৯। হাবিবুল আল আমিন সাদী (৫৫), পিতা-অজ্ঞাত, কাউন্সিলর, ১১ নংওয়ার্ড, সাং-মুন্সেফবাড়ি, থানা- কোতয়ালী।
৩০। কামাল মিয়া (৫৬), অস্ত্রধারী, মহানগর আওয়ামীলীগ সদস্য, পিতা- মৃত রশিদ মিয়া, মনোহরপুর, কুমিল্লা।
৩১। মোঃ আব্দুল হাকিম খোকন (৪০), যুবলীগ নেতা, অস্ত্রধারী, পিতা- আব্দুল হালিম, মনোহরপুর, কুমিল্লা।
৩২। সাইফুল আলম রনি (৫০), (জামাই রনি), পিতা-অজ্ঞাত, সাং-তালপুকুরপাড়, থানা- কোতয়ালী।
৩৩। সরকার মাহমুদ জাবেদ (৫৬), পিতা-অজ্ঞাত, কাউন্সিলর, সাং-রেইসকোর্স, ৩নং ওয়ার্ড, থানা- কোতয়ালী।
৩৪। আজিজুল হক অপু (৩০), পিতা- এনামুল হক হীরা, গ্রাম- উত্তর কালিয়াজুরী থানা
৩৫। কাউসার জামান কায়েস (৪৫), পিতা-অজ্ঞাত, বাগিচাগাও, থানা- কোতয়ালী।
৩৬। সুজন (৩৩), পিতা-অজ্ঞাত, তালপুকুরপাড়, থানা- কোতয়ালী।
৩৭। মুরাদ মিয়া (৪৮), পিতা-অজ্ঞাত, সাং কালীয়াজুরী, থানা- কোতয়ালী।
৩৮। আজাদ হোসেন কাউন্সিলর (৫২), পিতা- মৃত খলিলুর রহমান, শ্রীমন্তপুর, ২২ নং ওয়ার্ড, থানা- সদর দক্ষিণ।
৩৯। ইকবাল হোসেন (৪৫), পিতা- মৃত দুদু মিয়া, সদর হাসপাতাল রোড, মনোহরপুর, কুমিল্লা।
৪০। কাউন্সিলর আনোয়ার হোসেন (৫৫), পিতা-মৃত হামিদ আলী, দিশাবন্দ, ২০ নং ওয়ার্ড, থানা- কোতয়ালী।
৪১। আবু কাউসার (৩৫), পিতা- আবদুল জলিল, সাং-শব্দল কান্দা, কাজিয়াতলা, থানা- মুরাদনগর, কুমিল্লা।
৪২। আমিনুল ইকরাম (৩৭), কাউন্সিলর ৬নংওয়ার্ড, পিতা-মৃত রমজান আলী, সাং-পূর্ব চানপুর, থানা- কোতয়ালী।
৪৩। সাদিকুর রহমান পিয়াস (৩৬) পিতা-জালু মিয়া, সাধারন সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগ, সাং-ঝাউতলা, থানা-কোতয়ালী।
৪৪। কাইয়ুম (৩৫), পিতা-অজ্ঞাত, সাং-রেইসকোর্স, থানা- কোতয়ালী।
৪৫। আবুল হাসান কাউন্সিলর (৪৫), পিতা- আনু মিয়া, রায়পুর, ২৭ নং ওয়ার্ড, থানা- সদর দক্ষিন।
৪৬। মাসুদুর রহমান মাসুদ (৪৮) (সাবেক কাউন্সিলর) পিতা- মৃত আব্দুল আজিজ, ছোটরা, থানা- কোতয়ালী।
৪৭। আজিজুল হক শিহানুক (৪০) পিতা-অজ্ঞাত, সাবেক সভাপতি, কুমিল্লা মহানগর ছাত্রলীগ, সাং-মুন্সেফ বাড়ি, থানা- কোতয়ালী।
৪৮। মোঃ স্বপন (৪৫), অস্ত্রধারী, পিতা- মৃত আবু হোসেন, সরকারি মহিলা কলেজ রোড, কুমিল্লা।
৪৯। নাজমুল ইসলাম শাওন (৪২), পিতা-অজ্ঞাত, মধ্যম আশ্রাফপুর, থানা- সদর দক্ষিণ।
৫০। জাহিদ হোসেন (৪৩), অস্ত্রধারী, পিতা- হাবিব মিয়া, সদর হাসপাতাল রোড, মনোহরপুর, কুমিল্লা।
৫১। সালেহ আহমেদ রাসেল (৪২), পিতা-মৃত সেকান্দর মাস্টার, গ্রাম- জামিরা, লালমাই, বর্তমান ঠিকানা আলিফ টাওয়ার, মদিনা মসজিদ, থানা- কোতয়ালী
৫২। শাহ আলম খান (৫৫), সাবেক কাউন্সিলর ৭নং ওয়ার্ড পিতা-মৃত মজিদ খান, সাং-অশোকতলা, থানা-কোতয়ালী।
৫৩। আবু হেনা (৩৮) পিতা-অজ্ঞাত, সাং- শাসনগাছা), থানা- কোতয়ালী।
৫৪। গাজী গোলাম সারোয়ার শিপন (৪৪), সাবেক কাউন্সিলর, অস্ত্রধারী, পিতা-শাহিন মিয়া, নিউ ডিসি রোড, কুমিল্লা।
৫৫। মোঃ নাসির (৪০) পিতা-মৃত আবুল মিয়া, সাং- চাঁনপুর, আবুল হাউজিং কোতয়ালী মডেল, কুমিল্লা।
৫৬। মোঃ ফয়সাল (২৭) পিতা-মৃত আবুল মিয়া, সাং- চাঁনপুর, আবুল হাউজিং কোতয়ালী মডেল, কুমিল্লা।
৫৭। মোঃ আতিকুর রহমান আব্বাসী (৬২), পিতা-মৃত ফজলুল রহমান, সাং-জিলাস্কুল রোড, মনোহরপুর, কোতয়ালী, কুমিল্লা।
৫৮। আনিসুর রহমান মিঠু (৫৩), পিতা-এবিএম এ রশিদ, সাং-দক্ষিণ ঠাকুরপাড়া, কোতয়ালী, কুমিল্লা।
৫৯। আবদুর রহিম (৪০), পিতা-মৃত নুরুল ইসলাম ভূইয়া, সাং-শশুন্ডা, থানা-বরুড়া, কুমিল্লা।
৬০। মোঃ সেলিম মিয়া (৪০), পিতা-মৃত মোঃ আবদর রশিদ, সাং-বসন্তপুর, ৫নং পাঁচথবী ইউপি, থানা-কোতয়ালী কুমিল্লা।
৬১। মোঃ আমজাদ হোসেন লিটন (৪২), পিতা-মৃত মোঃ দৌলত আহমেদ, সাং-শিমড়া, কোতয়ালী, কুমিল্লা।
৬২। জিয়াউল হাসান চৌধুরী সোহাগ (৪৩), লুচ্চা সোহাগ, পিতা-শাহাজান চৌধুরী, সাং-চড়ানল, বুড়িচং, কুমিল্লা।
৬৩। রফিকুল ইসলাম হীরা (৫০), পিতা-মৃত মোঃ আনু মিয়া, সাং-উত্তর লাকসাম, আনু ভিলা, সদর রোড, লাকসাম, কুমিল্লা, বর্তমান ঠিকানাঃ জি-৭ কসবা হাউজ রানীরদিঘীর উত্তরপাড়, কুমিল্লা।
৬৪। মোঃ মজিবুর রহমান (৬৫), পিতা- মৃত মহব্বত আলী, সাং পীরযাত্রাপুর, থানা-বুড়িচং বর্তমানে হোল্ডিং-২০৩, ছোটরা উকিলপাড়া, থানা-কোতয়ালী, কুমিল্লা।
৬৫। মোঃ ইলিয়াস মিন্টু (৫২), পিতা-মৃত ইদ্রিস মিয়া, হোল্ডিং-৩৬৯/১ নিরাদা সুন্দরী স্কুল রোড, কুমিল্লা।
৬৬। নবেন্দ্র বিকাশ স্বর্বাধিকারী দোলন (৩৫), পিতা-মৃত নির্মেলেন্দু, সাং-নবীপুর, রামমোহনপুর বাজার, থানা- বরুড়া, বর্তমানে সাং-শ্রীবল্লভপুর, সদর দক্ষিন, কুমিল্লা।
৬৭। আশফাক উদ্দিন ঝোটন (৪৭), পিতা-মোঃ আশরাফ উদ্দিন, সাং-পুরাতন চৌধুরী পাড়া, কোতয়ালী, কুমিল্লা।
৬৮। নূর-উর রহমান মাহমুদ তানিম (৫৫), পিতা-আবদুল কাইয়ুম, সাং- মুন্সেফবাড়ী, কোতয়ালী, কুমিল্লা।
৬৯। গাজী রিয়াজ মাহমুদ (৪৫), পিতা-অজ্ঞাত, সাং-সাতরা, কোতয়ালী, কুমিল্লা।
৭০। তরিকুর রহমান জুয়েল (৫৭) সাবেক ভাইস চেয়ারম্যান সদর উপজেলা, পিতা-অজ্ঞাত, সাং-দৌলতপুর, কোতয়ালী, কুমিল্লা।
৭১। মোঃ খোরশেদ আলম (৫২), পিতা-অজ্ঞাত, সাং-দৈয়ারা দূর্গাপুর দঃ পাড়া, সদর দক্ষিণ, কুমিল্লা।
৭২। গাজী সাদেকুর রহমান (৪৫), পিতা-মৃত বন্দে আলী, সাং-অজ্ঞাত, সদর দক্ষিণ, কুমিল্লা।
৭৩। মোঃ জসিম উদ্দিন খন্দকার (৪০), পিতা-মৃত আবদুর রহমান খন্দকার, সাং-নেওরা সৈয়য়াগ দক্ষিণ, কমিল্লা।
৭৪। সুপ্রিয়তম রায় প্রিতুল (২৭), পিতা-সঞ্জয় রায়, সাং-পুরাতন চৌধুরীপাড়া, কোতয়ালী, কুমিল্লা মূল
৭৫। নাজমুল হাসান (২৬), পিতা-সঞ্জয় ক্যারম্যান জন্য পাঁচথুবী ইউনিয়ন, পিতা-আবদুল আজিজ, কোতয়ালী, কুমিল্লা।
৭৬। হাসান রাফি রাজু (৫৫), সাবেক চেয়ারম্যান ৫নং পাঁচথুবী ইউনিয়ন, পিতা-আবদুল হালিম, কোতয়ালী, কুমিল্লা।
৭৭। ইকবাল হোসেন বাহালুল (৫৫), সাবেক চেয়ারম্যান৫নং পাঁচথুবী ইউনিয়ন, পিতা-মৃত লাল মিয়া, কোতয়ালী, কুমিল্লা।
৭৮। সেকান্দর আলী (৬০), সাবেক চেয়ারম্যান ১নং কালির বাজার ইউনিয়ন পরিষদ, পিতা-মৃত হাজী আবদুর রহমান, সাং-ধনুয়াখোলা, আদর্শ সদর, কুমিল্লা।
৭৯। শাজু (অস্ত্রধারী) (৪৫), পিতা- ইকবাল, শাসনগাছা, থানা- কোতয়ালী।
৮০। শহীদুল ইসলাম চপল (৫০) (অস্ত্রধারী), পিতা- মৃত রফিকুল ইসলাম, ধর্মপুর, থানা কোতয়ালী।
৮১। ফখরুল ইসলাম রুবেল (৫০), (অস্ত্রধারী) পিতা- মৃত আব্দুল বারেক, ধর্মপুর, থানা-কোতয়ালী।
৮২। কামাল (৪৫), পিতা-অজ্ঞাত, গ্রাম-কালিয়াজুরি, (মিশনারী স্কুলে বিপরিতে গ্যারেজ আছে) থানা-কোতয়ালী, কুমিল্লা।
৮৩। বিপ্লব চন্দ্র দাস (৩৫), মার্কেটিং ৪র্থ ব্যাচ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, থানা- সদর দক্ষিন।
৮৪। রাকিবুল ইসলাম রকি (৩২), বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থানা- সদর দক্ষিন।
৮৫। জাকির হোসেন (৪৮), ডেপুটি রেজিস্টার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থানা- সদর দক্ষিন।
৮৬। মোঃ দুলাল হোসেন অপু (৫০) পিতা- আব্দুস সাত্তার, শ্রীমন্তপুর, থানা- সদর দক্ষিন।
৮৭। জাকির হোসেন (৫০), পিতা- আব্দুল মান্নান, নেউরা, সাবেক কাউন্সিলর, থানা- সদর দক্ষিন।
৮৮। রবিন (৩০), পিতা-অজ্ঞাত, সাং মীর পুকুরপাড়, শাকতলা, থানা- সদর দক্ষিন।
৮৯। মোঃ মেহেদী (৩০) (শুটার মেহেদী), পিতা-খোকন মিয়া শ্রীভল্লবপুর, ২২ নং ওয়ার্ড, থানা- সদর দক্ষিন।
৯০। মোঃ মনির হোসেন (৪৫) পিতা- আলমগীর হোসেন, সাং-রেইসকোর্স, থানা-কোতয়ালী, কুমিল্লা।
৯১। মনিরুজ্জামান মনির (৫৫) (অস্ত্রধারী), মৃত সিদ্দিকুর রহমান, সাং শিমপুর, সদর।
১২। নাজমুল হাসান শরিফ (৫২), ভাইস চেয়ারম্যান, পিতা- মৃত আব্দুস সালাম, ব্রহ্মনপাড়া, কুমিল্লা।
৯৩। কালা মোস্তফা (৫০), পিতা-অজ্ঞাত, মীর পুকুরপাড়, শাকতলা, থানা- সদর দক্ষিন।
৯৪। সুবীর নন্দী বাবু (৪৫), পিতা-সুভাস নন্দী, সাং-৯৯৫, মাতৃ ভবন, পূর্ব বাগিচা গাঁও, থানা- কোতয়ালী, কুমিল্লা।
৯৫। সাইফুল ইসলাম খোকন (৫০), পিতা- নবী মিয়া, অশোকতলা, থানা- সদর দক্ষিন।
৯৬। আব্দুল মালেক ভূইয়া (৫০), পিতা- মৃত আশু মিয়া ভূইয়া, শ্রীভল্লবপুর, পশ্চিম পাড়া, থানা- সদর।
৯৭। মোঃ জাফর আহাম্মদ শিপন (৪৬) (অস্ত্রধারী), পিতা-ফজল হক, গ্রাম- দক্ষিন বিজয়পুর, থানা- সদর দক্ষিন।
৯৮। মোঃ খাইরুল হাসান (৫০), পিতা- খোকন মিয়া, শ্রীভল্লবপুর, থানা- সদর দক্ষিন।
৯৯। মোঃ আবু ইউসুফ (৫০), পিতা-মৃত তফাজ্জল হোসেন, সাং-লগ্নসার, থানা- বরুড়া, কুমিল্লা,
১০০। মোঃ হানিফ দুলাল (৫০), পিতা- অহিদুর রহমান কবিরাজ, শ্রীভল্লবপুর, থানা- সদর দক্ষিন
১০১। হাসান খসরু (৫৫), শ্রমিকলীগ নেতা পিতা- অজ্ঞাত, গ্রাম-। সৈয়দ বাড়ি চর্থা, থানা- কোতয়ালী।
১০২। রাশেদুজ্জামান রাশেদ (৪৫), পিতা- মৃত আব্দুর রাজ্জাক, ঢুলীপাড়া, ১৯ নং ওয়ার্ড, থানা- সদর দক্ষিন।
১০৩। পারভেজ বাপ্পি প্রঃ রেনডম বাপ্পি (৪৭), পিতা-মৃত শফিকুর রহমান, বাগিচাগাও, থানা- কোতয়ালী।
১০৪। আব্দুল কুদ্দুস (৫৫), ১১ নং ওয়ার্ড, পিতা- মৃত আব্দুর রহিমা, সরকারি মহিলা কলেজ রোড, কুমিল্লা।
১০৫। জালাল (পিচ্চি জালাল) (৪৫), পিতা-অজ্ঞাত, দৌলতপুর, ছায়াবিতান, থানা- কোতয়ালী।
১০৬। এনামুল করিম (৪৭), পিতা- মৃত হারুনুর রশিদ, ১১ নং ওয়ার্ড, মনোহরপুর, কুমিল্লা।
১০৭। নুর মোহাম্মদ সোহেল, (৩৫) সভাপতি, মহানগর ছাত্রলীগ, সাং-মুন্সেফকোয়াটার, কোতয়ালী, কুমিল্লা।
১০৮। কাউসার খন্দকার (৫০), পিতা- মৃত মনু মিয়া, সাং দক্ষিন চর্থা, কুমিল্লা।
১০৯। আকাশ (২৮), পিতা-মৃত নিজাম (ড্রাইভার), দক্ষিন চর্থা, বৌবাজার, থানা- কোতয়ালী।
১১০। দেলোয়ার হোসেন (৫০) , পিতা- মৃত দুদু মিয়া, সাং সদর হাসপাতাল রোড, মনোহরপুর, কুমিল্লা।
১১১। আবু তাহের (৫২), সদস্য যুবলীগ, পিতা- রনজু মিয়া, সদর হাসপাতাল রোড, মনোহরপুর, কুমিল্লা।
১১২। মোঃ আবুল বশির (৬০) পিতা-মৃত বাদশা মিয়া, সাং-আগানগর, থানা-বরুড়া, কুমিল্লা,
১১৩। হাফিজ মেম্বার (৩৮) পিতা-অজ্ঞাত, সাং-শ্রীপুর, মাঝিগাছা, থানা-কোতয়ালী মডেল, কুমিল্লা।
১১৪। মোঃ নাজমুল সোয়েজ (৩৫), পিতা- নিজামুল হক, মনোহরপুর, কোতয়ালী, কুমিল্লা।
১১৫। রাফিউল আলম দীপ্ত(২৭), হিসাব বিজ্ঞান, ১০ম ব্যাচ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সদর দক্ষিন, কুমিল্লা।
১১৬। বিশ্বজিৎ সরকার (২৬), সাংবাদিকতা, ১২তম ব্যাচ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সদর দক্ষিন, কুমিল্লা।
১১৭। পার্থ সরকার (২৭), ফিন্যান্স ১১তম ব্যাচ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সদর দক্ষিন, কুমিল্লা।
১১৮। বিল্লাল হোসেন (৩৬), সেকশন অফিসার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সদর দক্ষিন, কুমিল্লা।
১১৯। জসিম উদ্দিন (৩৭), কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ সভাপতি, সদর দক্ষিন, কুমিল্লা।
১২০। কানাই দাস গুপ্ত(৪৫), পিতা-দ্বীনেশ চন্দ্র দাস গুপ্ত, সাং- খাদি ভবন, রাজগঞ্জ, কোতয়ালী, কুমিল্লা।
১২১। জহিরুল ইসলাম (৪৫), পিতা- সামসুল হক, নন্দনপুর, ২৩ নং ওয়ার্ড, সদর দক্ষিন, কুমিল্লা।
১২২। জালাল উদ্দিন (৩৭), পিতা- মৃত মমিন ভুইয়া, বলরামপুর, আদর্শ সদর, কুমিল্লা।
১২৩। শ্যামল(৩৮), পিতা- আব্দুল মতিন, রেইসকোর্স, কোতয়ালী, কুমিল্লা।
১২৪। হানিফ কসাই (৩২), পিতা- মৃত চারু মিয়া, শ্রীধরপুর, সদর দক্ষিন , কুমিল্লা।
১২৫। মাও. মোশারফ হোসেন (৪৫), পিতা- মৃত সুরুজ মিয়া, বলরামপুর, আদর্শ সদর, কুমিল্লা।
১২৬। মোঃ জাকির হোসেন মুন্সি (৪০), পিতা-মৃত জয়নাল আবেদীন মুন্সী (জয়নাল ড্রাইভার), সাং-পড়িহল পাড়া মুন্সি বাড়ী, বুড়িচং, কুমিল্লা
১২৭। আক্তার হোসেন সুজন (৫৪), পিতা- মৃত আঃ কাসেম, শুভপুর, কোতয়ালী, কুমিল্লা।
১২৮। রিয়াজ (২৪), এ আই এস ১৪তম ব্যাচ, কুমিল্লা, বিশ্ববিদ্যালয়, সদর দক্ষিন, কুমিল্লা।
১২৯। আব্দুল্লাহ আল মামুন (২৬), সি এস সি ১২তম ব্যাচ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সদর দক্ষিন, কুমিল্লা।
১৩০। পারভেজ মোশারফ (২৪), আই সি টি ১৪তম ব্যাচ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সদর দক্ষিন, কুমিল্লা।
১৩১। মোঃ মহসিন (৩৭), কম্পিউটার অপারেটর, প্লানিং দপ্তর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সদর দক্ষিন, কুমিল্লা।
১৩২। রহমত (২৮), পিতা। ইকবাল হোসেন মজনু (তারু খাদেম), বিষ্ণপুর সরদার বাড়ি, কোতয়ালী, কুমিল্লা
১৩৩। শাহজাহান (৬৫) পিতা-মৃত আঁকা মিয়া, সাং-চাঁনপুর উত্তরপাড়া, থানা-কোতয়ালী,
১৩৪। হোসনেয়ারা বেগম বকুল (৪৫) (সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান) আদর্শ সদর উপজেলা, পিতা-মৃত আবদুল আজিজ, সাং-ড্রীমল্যান্ড ৩৭৫/২, বাগিচাগাও, কোতয়ালী, কুমিল্লা।
১৩৫। সাইফুল ইসলাম ভূইয়া (৫২), পিতা-মৃত এডভোকেট শাহজান ভূইয়া, সাং-মুসাফের পূর্ব রেইসকোর্স (বাদশা মিয়ার বাজার সংলগ্ন), কোতয়ালী, কুমিল্লা।
১৩৬। পুতুল মেম্বার (৫৫), পিতা- মালু মিয়া, ০৫ নং ওয়ার্ড, চানপুর উত্তর পাড়া, আদর্শ সদর, কুমিল্লা।
১৩৭। আরাফাত রাফি (২৬), পিতা-অজ্ঞাত, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ, ছোটরা কোতয়ালী, কুমিল্লা। স্থায়ী ঠিকানা-চান্দিনা।
১৩৮। ইমানুল ইসলাম পরান (২৩), পিতা- ইউসুফ মিয়া, সভাপতি ক্যান্ডিডেট ছাত্রলীগ, সাজু কমিশনার বাড়ি, ছোটরা, কোতয়ালী, কুমিল্লা।
১৩৯। জাফর আহমেদ(৪৭), পিতা- গাজী বাচ্চু মিয়া, সাং- ফালগুনকরা, চৌদ্দগ্রাম, কোতয়ালী, কুমিল্লা।
১৪০। হায়দার মাহমুদ বিপু (২৪), পিতা-অজ্ঞাত, কাপ্তান বাজার, বাটার পুকুর পাড়, কোতয়ালী, কুমিল্লা।
১৪১। আহমেদ জুবায়ের (২২), পিতা-অজ্ঞাত, সদস্য, কুমিল্লা মহানগর ছাত্রলীগ, কোতয়ালী, কুমিল্লা।
১৪২। ফাহমিদা জেবিন (৫৫), স্বামী-মোঃ জাকির হোসেন, স্থায়ী ঠিকানাঃ অশোকতলা, আদর্শ সদর, কুমিল্লা।
১৪৩। শিহাব (২২), অস্ত্রধারী, পিতা-অজ্ঞাত, সদস্য, কুমিল্লা মহানগর ছাত্রলীগ, বিষ্ণপুর ১ নং ওয়ার্ড।
১৪৪। উদয় (২৩), পিতা- জেহাদ, মহানগর ছাত্রলীগ, ছোটরা, ২ নং ওয়ার্ড মধ্যপাড়া, কুমিল্লা।
১৪৫। মিঠু(৩৩), পিতা- মুকুল, মহানগর যুবলীগ কর্মী, ছোটরা ২ নং ওয়ার্ড, মধ্যপাড়া, কুমিল্লা।
১৪৬। এনায়েত (২২), পিতা- আব্দুর রেজ্জাক মিয়া, কাটানিসা, ভুবনঘর, কুমিল্লা।
১৪৭। সাজ্জাদুল ইসলাম সামি (২৮), পিতা-অজ্ঞাত, চর্থা, থিরাপুকুর পাড়, কুমিল্লা।
১৪৮। রাজন (৪২), পিতা- মৃত তোফায়েল হোসেন, কুমিল্লা মহানগর যুবলী সদস্য, ছোটরা ২ নং ওয়ার্ড, মধ্যপাড়া কুমিল্লা।
১৪৯। মোর্শেদ (৪৪), পিতা-মালু মিয়া, সভাপতি, ১ নং ওয়ার্ড যুবলীগ, ভাটপাড়া পশ্চিমপাড়া, কোতয়ালী কুমিল্লা।
১৫০। আহসানুল হক এহসান (৪৭), পিতা-মালু মিয়া, সাধারন সম্পাদক শ্রমিক লীগ, ১নংওয়ার্ড, ভাটপাড়া পশ্চিম পাড়া, কোতয়ালী, কুমিল্লা।
১৫১। টিপু মজুমদার (২৭), পিতা-অজ্ঞাত, ১নং সহ-সভাপতি, কুমিল্লা মহানগর ছাত্রলীগ, বিষ্ণপুর ১নং ওয়ার্ড, কোতয়ালী, কুমিল্লা।
১৫২। রবিন, (২৮) সাবেক সাধারন সম্পাদক, পিতা-অজ্ঞাত, ১ নং ওয়ার্ড ছাত্রলীগ, বিষ্ণপুর কোতয়ালী, কুমিল্লা। ।
১৫৩। এ এম এম মঈন (৩৮) অস্ত্রধারী, পিতা-আবদুর রশিদ, সাং-খয়রাবাদ গঙ্গামন্ডল, দেবিদ্বার, কুমিল্লা
১৫৪। মোঃ আসলাম মিয়া (৫৪), পিতা- আকবর মিয়া, নুরপুর মসজিদ বাড়ি, আদর্শ সদর, কুমিল্লা।
১৫৫। দিদার (২৮), পিতাঃ বাবুল ড্রাইভার, বিষ্ণপুর পশ্চিম পাড়া, কোতয়ালী, কুমিল্লা।
১৫৬। মাসুদুর রহমান সিকদার (৫৫), পিতা-মৃত আমীর আলী শিকদার, সাং-ছোটরা, উকিলপাড়া, কোতয়ালী।
১৫৭। জালাল উদ্দিন জালাল (৪২), পিতা-অজ্ঞাত, সাবেক সাধারন সম্পাদক, দক্ষিন জেলা ছাত্রলীগ, দৌলতপুর, কোতয়ালী, কুমিল্লা।
১৫৮। জালাল উদ্দিন ভুইয়া (৪০), পিতা-অজ্ঞাত, যুবলীগ নেতা, বলরামপুর, সদর, কোতয়ালী।
১৫৯। ইকবাল খান (২৬), ফিন্যান্স ১ম ব্যাচ, পিতা-অজ্ঞাত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সদর দক্ষিন, কুমিল্লা।
১৬০। মেহেদী হাসান (২৬), ফিন্যান্স ১ম ব্যাচ, পিতা-অজ্ঞাত কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সদর দক্ষিন, কুমিল্লা।
You cannot copy content of this page