জহিরুল হক বাবু।।
কুমিল্লা সদর উপজেলার কাপ্তানবাজার ও শিমপুর এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৭০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে ডিবি পুলিশ।
বুধবার (২১ মে) সকালে জেলার সদর উপজেলার ৫ নং পাচথুবী ইউপির কাপ্তানবাজারের পাকা সড়কের উপর ও আমড়াতলী ইউপির শিমপুর এলাকা থেকে তাদেরকে আটক করে।
আটককৃত আসামিরা হলো, সদর উপজেলার আমড়াতলী ইউপির শিমপুর গ্রামের (মীর বাড়ী) সৈয়দ রহমানের ছেলে সৈয়দ রাব্বি (৩১), বুড়িচং উপজেলার বাকশিমুল ইউপির কোদালিয়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে মোঃ খোরশেদ আলম (৫০), বরুড়া উপজেলার কাকৈরতলা গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ সবুজ হোসেন (২৫), ও ব্রাক্ষনপাড়া উপজেলার শশীদল ইউপির তেতাভূমি গ্রামের মোঃ আল আমিনের স্ত্রী মোসা: মায়া আক্তার (২৬)।
জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ১০টায় জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়নের শিমপুর মীরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে।
অপর একটি অভিযানে বুধবার ভোর আনুমানিক সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউপির কাপ্তান বাজারের পাকা সড়কের উপর হতে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় মাদক পরিবহন কাজে ব্যাবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
আরো দেখুন:You cannot copy content of this page