কুমিল্লায় ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ‘ডিজিটাল গুরুর’ যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ডিজিটাল গুরুর যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার সকালে নগরীর লাকসাম রোডে ডিজিটাল গুরু কার্যালয়ে ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রথান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য মনির হোসেন পারভেজ, যুবদলের সহ সভাপতি মঞ্জুরুর রহমান রুবেল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহেদ পান্না, ভিক্টোরিয়া কলেজের সহকারী অধ্যাপক মুহিবুবুল হক ছোটন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, ডিজিটাল গুরুর প্রধান নির্বাহী রুবেল হাসান, ডিজিটাল গুরুর উদ্যোক্তা মনসুর নিজামী, রোবন মজুমদার, মহিবুল ইসলাম মিপু প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে ফ্রিল্যান্সিং ট্রেনিং এর গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে, কারণ এটি দেশের তরুণদের জন্য আত্মকর্মসংস্থান এবং বৈশ্বিক শ্রমবাজারে অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। কুমিল্লায় তথ্য প্রযুক্তিকে এগিয়ে নিতে কতিপয় তরুণ যুবক ডিজিটাল গুরু নামের যে ট্রেনিং সেন্টার চালু করেছে তা মফস্বলে মাইলফলক হয়ে থাকবে। বক্তারা ডিজিটাল গুরুর সফলতা কামনা করেন।

ডিজিটাল গুরুর উদ্যোক্তা মনসুর নিজামী বলেন, ডিজিটাল গুরু ইউটিউব ও এআই অটোমেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোস্যাল মিডিয়া মার্কেটিং, ক্যারিয়ার বিল্ডআপ ইন মার্কেটপ্লেস এই ৪টি বিষয়ে প্রশিক্ষণ দিবে। ৪ মাসের কোর্সে অনলাইন ৫০০০ এবং অফলাইনে ১০ হাজার টাকা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page