মাহফুজ নান্টু, কুমিল্লা।
কুমিল্লায় বন্য প্রানী সংরক্ষণ আইন ভঙ্গ করার অপরাধে একজনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৯১ টি পাখি উদ্ধার করা হয়৷
সূত্র জানায়, মঙ্গলবার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের
অসীম মল্লিক, বন্যপ্রাণী পরিদর্শক ও ওনার টিমের বায়েজিদ বোস্তামী ,ও জাহিদ হাসান, ও কুমিল্লা সামাজিক বন বিভাগের সহযোগীতায় চৌদ্দগ্রাম উপজেলার হাঁড়িসরদার বাজারের পাশে কে আর ফিলিং স্টেশনের পাশের শাকিব পাখির দোকান এবং মুন্সিরহাট বাজার থেকে টিয়া-২৮টি শালিক- ৫৩টি, হরিয়াল-২টি, ঘুঘু-১টি, মুনিয়া-৪টি, বসন্ত বাউরি-১টি ও ময়না-২টি সহ মোট ৯১টি দেশী বন্যপ্রাণী ও একজনকে আটক করা হয়।
এ সময় চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পাল আসামি আবদুল রাজ্জাকে ভ্রামমান আদালতের মাধ্যমে দশ হাজার টাকা জরিমানা করেন। পরে যে সকল পাখি উড়তে পারে তাদের প্রকৃতিতে অবমুক্ত করা হয়।
আরো দেখুন:You cannot copy content of this page