জহিরুল হক বাবু।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে ১ লাখ ১৯ হাজার ৪১০ পিস ভারতীয় আতশবাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সদর দক্ষিণ উপজেলার পালপাড়া এলাকায় টহলের সময় মালিকবিহীন অবস্থায় এসব আতশবাজি জব্দ করা হয়। আতশবাজিগুলো শূন্য রেখা রেখে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পড়ে ছিল। যার বাজার মূল্য ৩০ লাখ ৩০ হাজার টাকা।
এতে আরও বলা হয়, জব্দকৃত আতশবাজিগুলো বিধি অনুযায়ী কাস্টমসে জমা দেয়া হবে।
আরো দেখুন:You cannot copy content of this page