কুমিল্লায় যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর গোমতী আইল এলাকায় ভোররাতে এক বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার (২৮ জুন) রাত ১টায় সেনাবাহিনীর আদর্শ সদর ক্যাম্পের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ আরিফ হোসেন (২৭)। তিনি কুমিল্লার কোতয়ালী মডেল থানার অন্তর্গত জগন্নাথপুরের পাথুরিয়া পাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম জয়নাল আবেদীন ও মাতার নাম সেলিনা বেগম।

অভিযানে তার দোকানের চুলার পাশ থেকে একটি পাইপগান, বসতঘরের টিনশেড স্টোর রুম থেকে দুটি চাপাতি, একটি চাইনিজ কোরাল, একটি কিং ফিসার বিয়ার, গাঁজার একটি পুরিয়া এবং একটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য কোতয়ালী মডেল থানার ডিউটিরত অফিসার ইনচার্জের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কুমিল্লা অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page