কুমিল্লায় রেললাইনে পড়েছিল যুবকের খণ্ডিত মরদেহ

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানাশুয়া এলাকায় রেললাইনের ওপর থেকে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ওই যুবকের নাম মো. খায়রুল (২৮)। তিনি নরসিংদীর মাধবদীর আউয়াল মিয়ার ছেলে।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদার রহমান বলেন, সকালে খবর পাই একটি মরদেহ বানাশুয়া রেললাইনের ওপর পড়ে আছে। তার পকেটে ঢাকা থেকে চট্টগ্রামের একটি চট্টলার টিকিট পাই। পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি, সোমবার সকাল ১১টা থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

তিনি আরও বলেন, খায়রুল নরসিংদীর একটি ছোট গার্মেন্ট ফ্যাক্টরিতে জেনারেল ম্যানেজার হিসেবে চাকরি করতেন। নিরাপত্তা রক্ষীরা তাকে কুমিল্লা রেলওয়ে স্টেশনে ঘুরতে দেখেছেন। তিনি ঠিক কি কারণে কুমিল্লায় এসেছেন, সেটি স্পষ্ট নয়। তার এক পায়ের অর্ধেক অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের ধারণা, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

You cannot copy content of this page