কুমিল্লায় র‍্যাবের অভিযানে প্রাইভেটকার ভর্তি গাঁজাসহ আটক ৪

আলমগীর কবির।।
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-২ এর একটি বিশেষ অভিযানে কুমিল্লা শহরের আমতলী এলাকা থেকে প্রাইভেটকার ভর্তি ৩২ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নরসিংদীর রায়পুর থানার কাছারকান্দি গ্রামের বিলকিছ (২৮) ও আয়েশা বেগম (৪২), এবং নোয়াখালীর বেগমগঞ্জ থানার দূর্গাপুর গ্রামের গিয়াস উদ্দিন (২৮) ও একলাছপুর গ্রামের আব্দুল খালেক (২৯)। অভিযানে তাদের কাছ থেকে ৩২ কেজি গাঁজা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়, যা মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হতো।

র‍্যাব সূত্রে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করতেন। প্রাইভেটকার ব্যবহার করে তারা মাদক পরিবহন করতেন।

এছাড়াও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page