তিতাস প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলায় শিবিরের সভাপতির পিতার উপর হামলাসহ ১২ মামলার আসামি মো.জসিম উদ্দিনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
১২ এপ্রিল শনিবার দুপুরে তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটক জসিম জেলার তিতাস উপজেলা সদর কড়িকান্দি গ্রামের মৃত শফিক ভূইয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক কমিটির সদস্য ও তিতাস উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ইব্রাহীম খলিলের বাবা স্বপন মিয়ার উপর হামলার ঘটনায় তিতাস থানায় একটি মামলা হয়। উক্ত মামলার প্রধান আসামী জসিমের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চুরি,ছিনতাই ও মাদক মামলাসহ ১২ টি মামলা রয়েছে।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ উল্লাহ বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুরি,ছিনতাই, ডাকাতি, ও মাদক মামলাসহ মোট ১২টি রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছি এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page