কুমিল্লায় শিশু ও নারী নির্যাতন এবং সাইবার অপরাধের বিরুদ্ধে সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় শিশু ও নারী নির্যাতন এবং সাইবার অপরাধের বিরুদ্ধে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকালে কুমিল্লা নগরীর ওয়াইডব্লিউসিএ জুনিয়র গার্লস স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি।

ওয়াইডব্লিউসিএ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট নারীনেত্রী আইরিন মুক্তা অধিকারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া পদকপ্রাপ্ত বিশিষ্ট নারীনেত্রী বীর মুক্তিযোদ্ধা পাপড়ি বসু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক কলি গোমেজ।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেরুন সুলতানা ইমির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক একরামুল হক, মাহতাব সোহেল, ওয়াইডাব্লিউসিএ জুনিয়র গার্লস হাই স্কুল এর আইসিটি শিক্ষক সাংস্কৃতিক সংগঠক এস.এ.এম আল মামুন।

সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করে শ্রেয়সী রায়। সংগীত পরিবেশন করেন ওমর ফারুক, বাউল রবিউল, রাবেয়া, তিথি দাস সহ জেলা শিল্পকলা একাডেমি সংগীত দল। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page