কুমিল্লায় ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

নেকবর হোসেন।।
কুমিল্লা সদরে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আকবর হোসেন (২২) নামের একজনকে আটক করেছেন ১০ বিজিবি সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহার করা সিএনজি অটোরিক্সাটি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৯ টায় সদরের সীমান্ত পিলার ২০৮২/১১-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে গোলাবাড়ী বটতলা সিএনজি ষ্টেশন নামক স্থানে এ অভিযান পরিচালিত হয়।

আটক হওয়া মোঃ আকবর হোসেন কুুমিল্লা সদরের শাহাপুর গ্রামের মোা: শামীম মিয়ার ছেলে।

১০ বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ ইসহাকের দিক নির্দেশনায় ১০ বিজিবির বিশেষ টহলদল হাবিলদার মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর সহকারি পরিচালক মোঃ পারভেজ শামীম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page