স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১১শ ও আলিম ১ম বর্ষ এবং ২০২৫ শিক্ষাবর্ষে শিক্ষাবর্ষের ৬ষ্ঠ, ৯ম (বিশেষ ক্ষেত্রে) ও সমমান শ্রেণিতে উপবৃত্তিযোগ্য শিক্ষার্থীর তথ্য HSP-MIS সফটওয়্যারে এন্ট্রি করতে হলেও সার্ভার ত্রুটি কারনে উপবৃত্তি ফরম ফিলাপে বিড়ম্বনা হচ্ছে বলে তথ্যটি নিশ্চিত করেন, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার বিভাগের ইনচার্জ মো. সিহাব৷
তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানের উপবৃত্তি প্রাপ্ত ২১০ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ১৫ জন শিক্ষার্থীর উপবৃত্তি’র ফরম সফটওয়্যারে এন্ট্রি করতে পারলেও বাকীদের ফরম এখনো ফিলাপ করা সম্ভব হয়নি৷
জানা যায়,শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১১শ ও আলিম ১ম বর্ষ এবং ২০২৫ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ, ৯ম (বিশেষ ক্ষেত্রে) ও সমমান শ্রেণিতে শিক্ষার্থীদের তথ্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক HSP-MIS সফটওয়্যারে এন্ট্রি ও উপজেলায় প্রেরণের সময়সীমা যথাক্রমে ১৫.০৫.২০২৫ এবং ২০.০৫.২০২৫ তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল।
এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১১শ ও আলিম ১ম বর্ষ এবং ২০২৫ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ, ৯ম (বিশেষ ক্ষেত্রে) ও সমমান শ্রেণিতে শিক্ষার্থীদের তথ্য শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে HSP-MIS সফটওয়্যারে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি এবং উপজেলায় প্রেরণ করার সময়সীমা আগামী ২২ মে পর্যন্ত বৃদ্ধি করা হলেও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক HSP-MIS সফটওয়্যারে তথ্য এন্ট্রি এবং প্রেরণ বৃহস্পতিবার(২২ মে) রাত ১২ টায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলে স্কিম পরিচালক(যুগ্নসচিব) মোহাম্মদ আসাদুল হকের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়৷
দাউদকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ বলেন,যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সমস্যা হচ্ছে৷ ওসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবকের এনআইডি কার্ড ও মোবাইল নম্বর নিয়ে আসলে সফটওয়্যারে তথ্য এন্ট্রি করতে সহযোগিতা করছি৷তবে অচিরেই এ সমস্যার সমাধান হয়ে যাবে৷
আরো দেখুন:You cannot copy content of this page