কুমিল্লার ধর্মসাগর থেকে ভাসমান অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

নেকবর হোসেন।।
কুমিল্লা শহরের ধর্মসাগর থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কোতয়ালি মডেল থানার অধীন নগরীর কান্দিরপাড় ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে।

ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রাকিবুল ইসলাম জানান, বৃদ্ধের লাশের সাথে প্রাপ্ত ভোটার আইডি কার্ড অনুযায়ী তার নাম ও ঠিকানা পাওয়া গেছে। তার নাম রহমান, জন্ম তারিখ ৩ নভেম্বর ১৯৫৭, পিতা মৃত মো. জহুর এবং মায়ের নাম জরিনা খাতুন।

ঠিকানায় উল্লেখিত তথ্য অনুযায়ী, তিনি মাজার রোড, লালকুঠি ৩য় কলোনী, ব্লক-এফ, ডাকঘর মীরপুর-১২১৬, মীরপুর, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকার অধীন।

পুলিশ জানায়, উক্ত ঠিকানায় মৃত ব্যক্তির বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। পুলিশ ধারণা করছে, তিনি ভবঘুরে ছিলেন এবং ধর্মসাগরের পাড়ে ভিক্ষা করে জীবনযাপন করতেন। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page