রুবেল মজুমদার।।
কুমিল্লায় অনূর্ধ্ব-১৯ জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা)আইজিপি কাপ অনুধর্ব-১৯ অনুষ্ঠিত হয়েছে।কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ কাবাডি ফেডারেশন ও জেলা পুলিশের সহযোগিতা জেলার ১৭টি উপজেলার ২০টি দল অংশগ্রহন করেন।
বৃহস্পতিবার (৯ডিসেম্বর) সকালে নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেসিয়ামে কক্ষে বেলুন ও কবুতর উড়িয়ে উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দীন বাহার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা জেলা ক্রাড়ী সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমন সহ প্রমুখ।
উদ্বোধনী সভায় সভাপতিত্বে করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।
উদ্বোধনীয় খেলায় মুরাদনগর বালক কাবাডি দল কে তিতাস বালক কাবাডি দল ৭৩-১৬ পয়েন্টে পরাজিত করেন জয় লাভ করেন।