নেকবর হোসেন।।
কুমিল্লায় আবাসিক হোটেল থেকে দরজা ভেঙ্গে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ জানুয়ারি) সাড়ে ১০ টায় খবর পেয়ে পুলিশ শাসনগাছা এলাকার ঝিনুক আবাসিক হোটেলের যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এস আই) মহিউদ্দিন।
ঝিনুক হোটেলে দায়িত্বরত দুলাল জানান, রাজমিস্ত্রী পরিচয়ে বৃহস্পতিবার রাত ১১ টায় রুম ভাড়া নেন। হোটেলর রেজিষ্টার ভাইয়ে তার নাম রাশেদ (২৩)। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উত্তর বাড়েরা গ্রামে আব্দুল খলিলের ছেলে উল্লেখ করেছেন।
হোটেলে প্রবেশের পর দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয়েছে। তাই পুলিশকে খবর দেয়া হয়। কোতয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এস আই) মহিউদ্দিন বলেন, এক ঘন্টার চেষ্টায় দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়েছি।
লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছি। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত কিছু তা তদন্ত করে দেখা হবে। হোটেল প্রবেশে সঠিক নাম পরিচয় ব্যবহার করেছে কিনা তা যাছাই বাছাই করা হচ্ছে।