
মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার চান্দিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর গাড়িতে ডিবি’র স্টিকার লাগানোর অপরাধে চালককে কারাদন্ড ও প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার সকাল ১০টায় উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে তাকে আটক করা হয়।
এসময় মোহাম্মদ আলী নামের এক গাড়ি চালককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও বরকইট ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসেমকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. সাবিনা ইয়াসমিন।
জানা যায়, নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসেম গাড়িতে পুলিশের ডিবি পরিচয়ের স্টিকার লাগিয়ে কেন্দ্রের নির্ধারিত ৪শ গজের মধ্যে প্রবেশ করায় ভ্রাম্যমান পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম তাকে আটক করেন।