কুমিল্লায় করোনা গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৮, এক জনের মৃত্যু

নেকবর হোসেন।।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯দশমিক ৯%।

এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ০১ জন। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৪ টা ৩০মিনিট দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,২৯ আগস্ট বিকেল থেকে ৩০ আগস্ট বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শনাক্তদের মধ্যে ২৩ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা।

বাকিদের মধ্যে সদর দক্ষিণের একজন, বুড়িচংয়ের পাঁচ জন, চৌদ্দগ্রামের চারজন, বরুড়ার তিনজন,মেঘনায় দুই জন ,দেবিদ্বার একজন, লাকসাম তিনজন, তিতাসের একজন,হোমনায় একজন, ব্রাক্ষণপাড়া তিনজন, দাউদকানদি উপজেলার একজন রয়েছে!

যারা মারা গেছেন তাদের মধ্যে চৌদ্দগ্রাম একজন রয়েছে। মৃতদের মধ্যে একজনেই নারী ।

জেলায় এখন পর্যন্ত ৩৮ হাজার ২২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১২জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬৩জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৩১ হাজার ৩ জন হয়েছে।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page