মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন জাঙ্গালিয়া বাস টার্মিনাল এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ব্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল বৃহস্পতিবার বিকেলে জেলার সদর দক্ষিণ মডেল থানার জাঙ্গালিয়া বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়।
অভিযানে ১৬ কেজি গাঁজাসহ মোঃ রাশেদুল ইসলাম নামে এক মাদক কারবারীকে আটক করে। সে জেলার কোতয়ালি মডেল থানার কৃষ্ণপুর গ্রামের রফিজ মিয়ার ছেলে।
আটককৃতের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।