মাহফুজ নান্টু।।
ট্রাকভর্তি ১০২ কেজী গাঁজাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে র ্যাব। আটক তিন কারবারীকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে শনিবার বেলা ১০ টায় কারাগারে প্রেরণ করা হয়েছে।
র ্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলার আদর্শ সদর উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আমতলী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় ঢাকামূখী একটি ট্রাক তল্লাশী করে ১০২ কেজী গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারী কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার সুবর্নপুর গ্রামের মাইন উদ্দীন এর ছেলে মোঃ ওমর ফারুক (২৬),
একই উপজেলার জয়নগর গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে মোঃ অবদুল হাদি (৩৭) ও গাজীপুর জেলার টংগী থানার আরিছপুর গ্রামের আবদুল মজিদ এর ছেলে মোঃ আবদুর রহিম (২৪)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বখতিয়ার উদ্দিন জানান, গ্রেফতার ৩ আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page