কুমিল্লা আদর্শ সদর উপজেলায় টিসিবির পন্য কিনতে দীর্ঘলাইন

মাহফুজ নান্টু, কুমিল্লা।
পূর্বঘোষিত টিসিবির পন্য কিনতে রোববার ভীড় জমিয়েছে সাধারণ মানুষ। কুমিল্লা আদর্শ সদর উপজেলার উত্তর দূর্গাপুর ও কালিবাজার ইউনিয়নের ৬ স্পটে টিসিবির পন্য বিক্রয় করা হয়।

সকাল থেকে লাইন ধরে দাঁড়িয়ে থাকা মানুষজন টিসিবির পন্য পেয়ে স্বস্তিতে ঘরে ফিরেছে। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সূত্র জানায়, টিসিবির পন্য বিক্রয়ের প্রথম দিন উত্তর দূর্গাপুরে ১৬৭১ ও কালিরবাজার ইউনিয়নে ১৫৪০ জন কার্ডধারী টিসিবির পন্য ক্রয়ের সুযোগ পান।

পন্যগুলোর মধ্যে চিনি ১ কেজী ৫৫ টাকা, মসুর ডাল কেজী ৬৫ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা করে বিক্রয় করা হয়।

রোবাবার টিসিবির পন্য বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন।

তিনি বলেন, আদর্শ সদর উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে পর্যায়ক্রমে টিসিবির পন্য বিক্রি করা হবে। রোববার প্রথম দিন শান্তিপূর্ণ ভাবে টিসিবির পন্য বিক্রয় করা হয়েছে। রমজান মাসেও টিসিবির পন্য বিক্রয় করা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page