১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আ’লীগের হামলায় আহত মহিলাদল নেত্রীকে দেখতে কুমিল্লায় সাবেক মন্ত্রী কায়কোবাদ খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে -সফিকুর রহমান বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ শফিকুর রহমান কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার মনোনয়ন ফরম সংগ্রহ

কুমিল্লা থেকে অপহরণ, মুক্তিপণ না পেয়ে কক্সবাজারে নিয়ে হত্যা: তিন জন গ্রেপ্তার

  • তারিখ : ১১:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • 2739

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা থেকে অপহরণ করে মুক্তিপণ না পাওয়ায় সজিব হোসেন (২৫) নামে এক যুবককে হত্যার পর সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজের ছয়দিন পর কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকত থেকে বুধবার (৬ আগস্ট) তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সজিব হোসেন কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার এলাকার কামাল হোসেনের ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৭ আগস্ট) কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট সজিব চিকিৎসার উদ্দেশ্যে কুমিল্লা শহরে যান। সেদিন থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের লোকজন তার আর কোনো খোঁজ পাননি। পরে পরিবারের পক্ষ থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

এরপর অজ্ঞাত এক নম্বর থেকে সজিবের বাবার মোবাইলে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে পরিবার অর্থ দিতে অস্বীকৃতি জানালে অপহরণকারীরা তাকে হত্যা করে মরদেহ কক্সবাজারের সমুদ্র সৈকতে ফেলে দেয়।

৬ আগস্ট বিকেলে ইনানী সমুদ্র সৈকতের পাশে এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে মরদেহটির পরিচয় নিশ্চিত করা হয় নিখোঁজ সজিব হোসেন হিসেবে।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, “মুক্তিপণের উদ্দেশ্যে সজিবকে অপহরণ করা হয়েছিল। টাকা না পাওয়ায় তাকে হত্যা করে মরদেহ সাগরে ভাসিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এ ঘটনায় এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।

error: Content is protected !!

কুমিল্লা থেকে অপহরণ, মুক্তিপণ না পেয়ে কক্সবাজারে নিয়ে হত্যা: তিন জন গ্রেপ্তার

তারিখ : ১১:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা থেকে অপহরণ করে মুক্তিপণ না পাওয়ায় সজিব হোসেন (২৫) নামে এক যুবককে হত্যার পর সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজের ছয়দিন পর কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকত থেকে বুধবার (৬ আগস্ট) তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সজিব হোসেন কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার এলাকার কামাল হোসেনের ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৭ আগস্ট) কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট সজিব চিকিৎসার উদ্দেশ্যে কুমিল্লা শহরে যান। সেদিন থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের লোকজন তার আর কোনো খোঁজ পাননি। পরে পরিবারের পক্ষ থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

এরপর অজ্ঞাত এক নম্বর থেকে সজিবের বাবার মোবাইলে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে পরিবার অর্থ দিতে অস্বীকৃতি জানালে অপহরণকারীরা তাকে হত্যা করে মরদেহ কক্সবাজারের সমুদ্র সৈকতে ফেলে দেয়।

৬ আগস্ট বিকেলে ইনানী সমুদ্র সৈকতের পাশে এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে মরদেহটির পরিচয় নিশ্চিত করা হয় নিখোঁজ সজিব হোসেন হিসেবে।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, “মুক্তিপণের উদ্দেশ্যে সজিবকে অপহরণ করা হয়েছিল। টাকা না পাওয়ায় তাকে হত্যা করে মরদেহ সাগরে ভাসিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এ ঘটনায় এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।