কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর চেকপোস্ট; যানবাহন আটক ও জরিমানা

জহিরুল হক বাবু।।
কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরাও উপস্থিত ছিল।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর থেকে সমাজসেবা (ব্যাটালিয়ান সদর) আর্মি ক্যাম্প থেকে শাসনগাছা এলাকায় অভিযান শুরু হয়।

চেকপোস্টে মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করতে দেখা গেছে সেনাবাহিনীর সদস্যদের।

অভিযানের বিষয়ে বলেন, “অভিযানে মূলত ট্রাফিক পুলিশকে সহায়তায় পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছি, যাতে মানুষের মধ্যে ভীতি দূর হয়। এছাড়াও চুরি, ছিনতাই ও ডাকাতিসহ অপরাধ তৎপরতা ঠেকাতেও সেনাবাহিনী কাজ করছে।”

অভিযানে ১৫ টি মোটরসাইকেল, ১ টি মিনি মাইক্রোবাস (মারুতি) এবং ১ টি প্রাইভেটকারের কাগজপত্র না থাকার কারণে জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এছাড়া সঠিক কাগজপত্র না থাকায় ও আইন অমান্য করায় ৪ টি মোটরসাইকেল চালককে নিয়োমিত মামলা দেওয়াসহ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page