
কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ১৬তম ব্যাচের উদ্যোগে ‘ইন্সপায়ার এক্স’ উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্ট দিনব্যাপী এ মেলা চলে।
শিক্ষার্থীরা জানান, বাস্তবমুখি জ্ঞান চর্চার উদ্দেশ্য MKT-325 কোর্স কোডের ‘এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট’ কোর্সের অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়।
মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেহের নিগার, অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, সহযোগী অধ্যাপক মোঃ আবদুল্লাহ আল জামিল, ড. শহিদুল ইসলাম, কোর্স শিক্ষিকা এবং সহকারী অধ্যাপক সাবিকুন নাহার বিপাশা সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
গোড রেজ, স্কয়ার, মেরিকো, ম্যাগি, প্রাণ এবং আকিজ ব্যান্ড গুলোর সাথে সমন্বয় করে মোট ছয়টি স্টল দেয় শিক্ষার্থীরা। ব্যান্ডের পণ্যের পাশাপাশি স্টল গুলোতে ছিল পিঠা, কেক, কাচ্চি, শরবত, মোমজ, চা ও কফিসহ নানা রকম মুখরোচক খাবার। দিনভর উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত থাকে পুরো মেলাপ্রাঙ্গণ।
আয়োজনটি সম্পর্কে কোর্স শিক্ষিকা সাবিকুন নাহার বিপাশা জানান, “এই মেলার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার সাহস জাগানো এবং ভয় দূর করা। উদ্যোক্তা হওয়ার আগে কীভাবে একটি ব্যবসার পরিকল্পনা তৈরি করতে হয়, কোন বিষয়গুলো বিবেচনায় নেওয়া জরুরি এবং তা কীভাবে বাস্তবে প্রয়োগ করতে হয় এসব বিষয়ে তারা হাতে-কলমে শিখতে পেরেছে। এছাড়া ব্র্যান্ড কোলাবোরেশনের মাধ্যমে শিক্ষার্থীরা স্পনসরশিপ, ইন্টার্নশিপ ও ভবিষ্যৎ চাকরির সুযোগ সম্পর্কেও বাস্তব ধারণা পেয়েছে।”
মেলার আয়োজন সম্পর্কে মার্কেটিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী সাদিয়া নওশীন ঐশী জানান, “প্রথম বর্ষ থেকেই বিভিন্ন মেলায় অংশ নিয়েছি, তবে এবারকার অভিজ্ঞতা ছিল একেবারেই ভিন্ন। আমাদের কোর্সের অংশ হিসেবে ব্র্যান্ড কোলাবোরেশনে অংশ নিয়ে কর্পোরেট কাজের ধারা, প্রোডাক্ট সোর্সিং, প্রাইসিংসহ বাস্তব ব্যবসা পরিচালনার নানা দিক শিখেছি। এই মেলা আমাদের নেতৃত্ব, টিমওয়ার্ক এবং সৃজনশীলতা বিকাশে বড় ভূমিকা রেখেছে।”
আরেক শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান বলেন, “আমরা সফলভাবে আয়োজনটি সম্পন্ন করেছি। ছয়টি ব্র্যান্ডের সঙ্গে কাজ করে আমরা বাস্তবমুখী মার্কেটিং ও সেলস অভিজ্ঞতা অর্জন করেছি। এই আয়োজনের মাধ্যমে ব্র্যান্ড প্রোমোশন, কাস্টমার এনগেজমেন্ট ও টিমওয়ার্ক সম্পর্কে শিখেছি। কোর্স ইন্সট্রাক্টর ও সহযোগী ব্র্যান্ডগুলোকে ধন্যবাদ জানাই।”