কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই নেতাকে সাময়িক বহিষ্কার

কুবি প্রতিনিধি।।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) ছাত্রলীগের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৭- ২০১৮ বর্ষের শিক্ষার্থী মো: সালমান চৌধুরী হৃদয়, লোক প্রশাসন বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এমএসএস শিক্ষার্থী মোহাম্মদ এনায়েত উল্লাহ।

সোমবার(৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সাময়িক বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

উভয়ের বহিষ্কার বিজ্ঞতিতে উল্লেখ করা হয়,গত ৩০-১-২০২৩ ইং খ্রি. তারিখ আনুমানিক রাত ৮. ৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রক্টরিয়াল বডির কর্তব্য পালনে বাধা, শিক্ষকে হেনস্তা করা এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উভয়কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এবং উভয়ের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহন যোগ্য বিবেচিত না হওয়ায় প্রশাসনের উচ্চ পর্যায়ের সিন্ধান্ত মোতাবেক তাদের উভয়কে সাময়িক বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, মোহাম্মদ এনায়েত উল্লাহ বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং মোঃ সালমান চৌধুরী হৃদয় ব্যবসায় শিক্ষা অনুষদ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page