কুমিল্লা শিক্ষাবোর্ডে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ৬৫ হাজার আবেদন

আলমগীর হোসেন।।
২০২৩ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ২৭হাজার ৬০ জন শিক্ষার্থীর ৬৫ হাজার ৪০ টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান- ২০২৩ সনের এসএসসি পরীক্ষার্থীদের ২৭হাজার ৬০ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ৬৫ হাজার ৪০টি উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। ২৪ টি বিষয়ের মধ্যে গণিতে সবচেয়ে বেশী ৮হাজার ৪শত ৪০টি আবেদন জমা হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: জামাল নাছের বলেন – আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনঃনিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই বাছাই শেষে আগামী ২৮ আগষ্ট ফলাফল প্রকাশিত হবে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ৩১ আগষ্ট কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

উল্লেখ্য, গত ২৮ জুলাই ২০২৩ সনের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং ২৯ জুলাই থেকে ০৪ আগষ্ট পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।

এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page