কুমিল্লা সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন

আলমগীর হোসেন।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জুলাই) বিকেলে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে আদর্শ সদর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের আয়োজনে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাশার।

উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ। প্রধান বক্তা ছিলেন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: আমিনুল ইসলাম টুটুল।

আদর্শ সদর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম পল্লব এর সঞ্চালনায় আদর্শ সদর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, কুমিল্লা মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, কুমিল্লা মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, আওয়ামী সেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য টিপু সুলতান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মহসিন রহমান।

এসময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক এনাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাকসুদুর রহমান টিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ইব্রাহিম খলিল শিপন সহ মহানগর ও আদর্শ সদর উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে বক্তারা সকল ভেদাভেদ ভুলে বিএনপি-জামায়াত সহ বিরোধী দলের আন্দোলনের নামে নাশকতার প্রতিরোধে স্বেচ্ছাসেবকলীগ কে দায়িত্ব নিয়ে কাজ করার আহবান জানান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে এখন থেকে তৃনমুলের জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াতে নেতাকর্মীদের নির্দেশনা দেন। প্রত্যেকটি কর্মীকে একজন দূত হয়ে শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহবান জানান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page