
আলমগীর কবির।।
ফাতেহা ই ইয়াজ দাহম উপলক্ষে আলোচনা সভা ও কৃতিছাত্র সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে চকবাজার নূরে মদিনা মাদরাসা। একই সঙ্গে “সেরা কণ্ঠ প্রতিযোগিতা ২০২৫”-এ প্রথম স্থান অর্জনের আনন্দও ভাগাভাগি করেছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান পিয়াস। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তামজিদ হোসেন লিপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ শাহজাহান সাগর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রনেতা জনাব মোহাম্মদ জাবের হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ডা. মোহাম্মদ মিজানুর রহমান, জনাব মোহাম্মদ রাসেল রানা, মো. সাইফুল ইসলাম রুবেল এবং মো. সজিব রানা। অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উৎসাহব্যঞ্জক।
সেরা কণ্ঠ প্রতিযোগিতা ২০২৫-এর বিজয়ীদের মধ্যে ক্রেস্ট গ্রহণ করেন মোহাম্মদ মাজেদ সারোয়ার চৌধুরী, হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ রিয়াদ হোসেন, মোহাম্মদ হিজবুল বাহার, হাফেজ ক্বারী মুজাম্মেল এবং মোসাঃ জোহরা আক্তার পাপিয়া।
শেষে আখেরি মোনাজাতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।