চামড়া পাচার রোধে আরো কঠোর থাকবে বিজিবি- কুমিল্লা সেক্টর কমান্ডার

জহিরুল হক বাবু।।
ঈদুল আজহাকে ঘিরে কুমিল্লা সীমান্তে গরু চোরাচালান ও ঈদ পরবর্তী চামড়া পাচার রোধসহ যেকোনো প্রকারের সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার (০৬ জুন) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির।

সংবাদ সম্মেলনে তিনি জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোরবানির সময় পশুর চামড়া যেন দেশের বাইরে পাচার না হয়, সেজন্য সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।

তিনি বলেন, এবছর গরু চোরাচালান সম্পূর্ণভাবে প্রতিহত করেছি। ঠিক একইভাবে চামড়া পাচারও রোধ করা হবে। কুমিল্লা সেক্টরের অধীনে ৩২৭কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি অতীতের চেয়ে আরও সক্রিয় থাকবে।

এছাড়া, কুমিল্লা ফেনী ও ব্রাহ্মনবাড়িয়ার সীমান্ত দিয়ে পুশ ইন ও চোরাচালান প্রতিরোধে সতর্কতা জারি করেছে বিজিবি।

এসময় উপস্থিত ছিলেন ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ অন্যরা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page