ছূটিরদিনে কুমিল্লা জমজমাট ঈদের কেনাকাটা

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় জমজমাট হয়ে উঠেছে ঈদ কেনাকাটা। ছুটির দিন হওয়ায় শুক্রবার সকাল থেকেই ভিড় বেড়েছে নগরীর শপিংমল থেকে শুরু ছোট-বড় মার্কেট এবং ফুটপাতের কেনাকাটাও। ক্রেতার চাপে শপিংমলগুলোতে ব্যবসায়ীদের দম ফেলার যেন সময় নেই। একই চিত্র দেখা গেছে সড়কের পাশের ফুটপাতের দোকানগুলোতেও, নিম্নবিত্তরা ভিড় করছেন ফুটপাতের দোকানে। শেষ মুহর্তের ঈদবাজার চাঙা হয়ে ওঠেছে।

বিক্রেতারা বলছেন, অন্য বছরের তুলনায় এবার দ্রুত ঈদের বাজার জমে উঠেছে রোজার শুরু থেকে। ১০ রমজান থেকে পুরোদমে শুরু হয়েছে বেচাকেনা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতার চাপ থাকছে মার্কেটগুলোতে। দিন যত যাচ্ছে ক্রেতার ভিড় ততই বাড়ছে। শনিবারও বড় ধরণের বেচাবিক্রি হবে দোকানপাটে।

শুক্রবার সকাল থেকেই কেনাকাটা করতে মার্কেটগুলোতে আসতে শুরু করেন ক্রেতারা। অন্যান্য দিনের তুলনায় এদিন ক্রেতাদের চাপ বেড়েছে কয়েকগুণ। এই অবস্থা শনিবারও থাকবে বলে জানিয়েছেন বিক্রেতারা। রোজার এই মুহূর্তে ঈদ কেনাকাটায় বেশি বিক্রি হচ্ছে পাঞ্জাবি আর সালোয়ার-কামিজ এবং ছোটদের পোষাক। গরম মাথায় রেখে এবার সিল্ক আর কটন কাপড়ের হালকা-পাতলা রঙের পোশাকের চাহিদা বেড়েছে। বিক্রেতারা বলছেন, গরমের কথা মাথায় রেখে এবার সবার আগ্রহ হালকা-পাতলা পোশাকের প্রতি। ভারতীয় থ্রিপিসের চেয়ে এবারে পাকিস্তানী থ্রিপিসের চাহিদা বেড়েছে। দেশীয় ফ্যাশন হাউজের আউটলেটগুলোতেও ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

ঈদকে সামনে রেখে কুমিল্লায় একদিকে বাহারি পোষাকের সম্ভার নিয়ে সেজেছে দেশীয় ব্র্যান্ডের বিভিন্ন ফ্যাশন হাউজের আউটলেটগুলো। আরেকদিকে নগরীর বড় ছোট শপিংমলগুলোতে পাকিস্তান ও ভারতের বিভিন্ন ব্র্যান্ডের থ্রিপিসের সমারোহ ঘটেছে। এবারের ঈদে নগরীতে দেশি ব্র্যান্ডের ফ্যাশন হাউজগুলোর পোষাকে ভিন্নমাত্রার নতুনত্বে আর মার্কেট ও শপিংমলের দোকানগুলোতেও দেশী-বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের কটন, সিল্ক ও জর্জেট কাপড়ের থ্রিপিস কুমিল্লার তরুণীদের দৃষ্টি কেড়েছে।

কুমিল্লা নগরীর মনোহরপুর নূর মার্কেটে রিলেশানের পরিচালক আলী হায়দার কামাল জানান, রোজার শুরু থেকেই ক্রেতারা মার্কেটমুখী হয়েছেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্তে¡ও মানুষ অত্যন্ত আনন্দের সঙ্গে কেনাকাটা করছেন। কারণ বাংলাদেশের মানুষ অত্যন্ত উৎসব প্রিয়। এবারে গরম আবহাওয়ায় ক্রেতাদের আগ্রহ কটন ও সিল্কের থ্রিপিসের প্রতি।

এদিকে কুমিল্লায় ঈদের বাজারে রমণীদের পছন্দের বাহারি ডিজাইনের শাড়ির বিপুল সমাহার ঘটেছে নগরীর বিভিন্ন মার্কেট ও শাড়ি কাপড় বিক্রির দোকানগুলোতে। ঈদকে সামনে রেখে তরুণীদের পাশাপাশি তরুণদের পোষাকেও আধুনিকতা এবং ফ্যাশনের ছোঁয়া রয়েছে। আর শিশুদের পোষাক বিক্রিও জমে উঠেছে। কুমিল্লা শহরের বাইরে পদুয়ারবাজার, ক্যান্টনমেন্ট এলাকাসহ বিভিন্ন উপজেলার মার্কেট এবং বাজারগুলোতেও ঈদের কেনাকাটা জমে ওঠেছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page