জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী সাংবাদিক মওদুদ শুভ্র

স্টাফ রিপোর্টার।।
জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন কুমিল্লার সাংবাদিক মানবাধিকার কর্মী ও ক্ষুদ্র ব্যবসায়িক উদ্যোক্তা মওদুদ আব্দুল্লাহ শুভ্র। ২০১৭ সাল থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক মহলে অভিযোগ করেও এই সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পায় নাই।সন্ত্রাসীরা এতটাই বেপোরোয়া যে তারা কাউকে ভ্রুক্ষেপ পর্যন্ত করে না।তার আইনি প্রশাসনিক নিরাপত্তা সহ আইনগত সুরক্ষার কোন ধরনের ফল না পেয়ে হতাশ এই তরুণ সাংবাদিক এবং ক্ষুদ্র ব্যবসায়ী।

সর্বশেষ একটি অভিযোগ অবগতির আবেদন জমা দেন কুমিল্লা কোতোয়ালি থানায়। যাহার এস ডি আর নাম্বার-২২২৪। তারিখ:- ০৫.১২.২০২৪ ইং অভিযোগে উল্লেখ করে সক্ষিপ্ত ভাবে সকল কিছু লিখিত ভাবে জানান। তিনি মানব অধিকার কর্মীসহ সাংবাদিকতা,মেসার্স মওদুদ ভ্যারাইটিজ কনস্ট্রাকশন ও মওদুদ বিল্ডার্সের একক স্বত্বাধিকারী ও ব্যক্তিগত ক্ষুদ্র ব্যবসায়িক উদ্যোক্তা। ইতিপূর্বে তাকে তার দায়ের করা মামলার আসামীদের পক্ষের সক্রিয় চেনা জানা লোকজন এই বিবাদী/বিবাদীনিরা মোবাইল নাম্বার হুমকি ধমকি সহ প্রকাশ্যে হুমকি ধমকি দিয়ে আসছে।উক্ত অপরাধীরা বিভিন্নভাবে তার গতিবিধি লক্ষ্য করিয়া ভিক্টিম মওদুদ শুভ্রকে নাজেহাল, মারধরসহ চাঁদাদাবী করে প্রকাশ্যে এসেও হুমকি ধমকি প্রদান করে। উল্লেখ্য যে, গত ০৩ আগস্ট,২০২৪ ইং মওদুদ শুভ্র’কে হত্যার উদ্দেশ্য উক্ত সন্রাসীরা ছুরিকাঘাত করে। তখন এই সন্ত্রাসী বাহিনীদেরকে পুরাপুরি সনাক্তকরণ না পেরে থানায় মামলা করতে পারা যায় নাই এবং আসামীরা বেশীর ভাগ সাবেক ক্ষমতাসীন দলের নেতাদের অনুসারী হওয়ায় সকল স্থানে আধিপত্য বিস্তার করে আসত।পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে ঘটনাস্থল এবং তারপরেও তাদের সক্রিয় ভাবে আহত করার পর পুণরায় এসে চাদা দাবি করায় আসামিদের চিহ্নিত করে সহ অজ্ঞাতনামা আরো কিছু আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়।

ভিক্টিম মওদুদ আব্দুল্লাহ শুভ্র আরো জানায়, অত্র মামলা দায়েরের পর প্রশাসন সহ যৌথ বাহিনী আসামি দের গ্রেপ্তার চেস্টায় আসামিরা পলাতক থাকায়, আসামি পক্ষের পরোক্ষ লোকজন ১০/১২ জন অচেনা মানুষজন প্রতিনিয়ত বিভিন্ন ছদ্মবেশে মোটর সাইকেল, প্রাইভেটকার ইত্যাদি দ্বারা ভিক্টিম মওদুদ শুভ্র’র চলাফেরা, গতিবিধি অনুসরণ করে আমাকে কটূক্তি মূলকভাবে প্রকাশ্যে হুমকি দেয় যে, চাদার টাকা না পেলে আমাকে যেকোন উপায়ে হত্যা, সহ গুম,খুন করবে নয়তো অজ্ঞাতনামা বিবাদীরা আরো হুমকি দেয় এতে ব্যর্থ হইলে ভিক্টিম মওদুদ শুভ্রের তারা মিথ্যা মামলা দিয়ে এবং সে অথবা তার পরিবার পরিজন দেরকে যে কোন অপুরনীয় ক্ষয় ক্ষতি করবে বলে প্রকাশ্যে,মোবাইল ফোনে ও এস এম এস দিয়ে করবে।যেটা ভিক্টিমের নিকট সকল কিছু সংরক্ষিত রাখে।ভিক্টিম মওদুদ শুভ্র আরো জানায়, বিবাদীদের পক্ষের লোকজন মহল বলে-মওদুদ শুভ্র যদি চাদার টাকা না দেয়,তাহলে যে কোন মুহুর্তে তার ও তার পরিবারের সদস্যদের সহ আপত্তিকর তথ্য বিভ্রান্তি সহ জান,মাল ও প্রানের যে কোন ধরনের ক্ষয় ক্ষতি করবে।ইতিমধ্যে তারা ভিক্টিম মওদুদ শুভ্রের ফেসবুক আই ডি হ্যাকিং করেন ও নানাবিধ অপরাধের আশ্রয় নিচ্ছে বলে জানা জায়।অত:পর সকল ঘটনা কুমিল্লা পুলিশ সুপার সহ অফিসার ইনচার্জ কুমিল্লা কোতোয়ালি থানায় জানিয়ে ৩০ই নভেম্ভর, ২০২৪ ইং থানায় মওদুদ আব্দুল্লাহ শুভ্র ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করা হয়।যাহার নম্বর :-২৪১৬।

মাসিক মানবাধিকার খবর সম্পাদক ও প্রকাশক জনাব রিয়াজ উদ্দিন বলেন- মওদুদ শুভ্র মানবিক ও সামাজিক উচ্চ শিক্ষিত মানুষ। তার উপর বিগত দিনের এইরকম বর্বরতার মূলক আক্রমণ তীব্র নিন্দা জানিয়ে অতি দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার করা সহ বর্তমানে যে বা যারা তাকে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি ধমকি দিচ্ছে সহ বিভিন্ন চক্রান্ত করে আসছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি চেয়ারম্যান এড: সাইদ শাওন বলেন- মওদুদ আব্দুল্লাহ শুভ্র একজন মানবাধিকার কর্মী। তিনি বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ। বিগত দিনও তাকে নানাবিধ ষড়যন্ত্র করে গুম খুন হত্যা করার চেস্টা সন্ত্রাসী সহ কিছু অন্যায়কারীরা করে আসছিলো। তার উপর এই রকম সন্ত্রাসী আক্রমন ও বর্তমানেও উক্ত সন্রাসী মহল সহ যে বা যারা তার সাথে অপরাধের আশ্রয় অন্যায় করছে, কুমিল্লার পুলিশ প্রশাসন সহ যৌথ বাহিনীর উক্ত মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার সহ সকল প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলেন।তিনি আরো বলেন মওদুদ শুভ্র- একজন মানবাধিকার কর্মী, এতে তার মানবাধিকার সহ আইনি সুখাধিকার চরম মাত্রায় বিঘ্নিত হচ্ছে।

এই বিষয়ে অফিসার ইনচার্জ কুমিল্লা কোতোয়ালি মডেল থানা মো: মহিনুল ইসলাম, পুলিশ এই মামলাটির আসামিদের কে দ্রুত গ্রেপ্তারের চেস্টা করছে, অতি দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার সহ তথ্য সুত্রে মুল আসামি কেও আইনের আওতায় আনা হবে। এই বিষয়ে অপরাধীদের কোন ছাড় দেওয়া হবে না।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page