তিতাসে গাঁজাসহ যৌথ বাহিনীর অভিযানে বাবা-ছেলে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার তিতাস উপজেলার বড় গাজীপুর গ্রামে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি দল ও তিতাস থানা পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী৷

মাদক ব্যবসায়ী আব্দুল মোরশেদ ও তার ছেলে মোশারফ হোসেন উপজেলার বড় গাজীপুর গ্রামের বাসিন্দা৷

আসামী গ্রেপ্তার ও মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.শহীদ উল্ল্যাহ৷

রবিবার(১৮ মে) দিবাগত রাতে উপজেলার বড় গাজীপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি দল ও তিতাস থানা পুলিশের যৌথ অভিযানে আব্দুল মোরশেদ ও তার ছেলে মোশারফ হোসেনকে তাদের বসতঘর থেকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়৷

তিতাস থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.শহীদ উল্ল্যাহ জানান,বড় গাজীপুর গ্রামের অভিযান চালিয়ে আব্দুল মোরশেদ ও তার ছেলে মোশারফ হোসেনকে তাদের বসতঘর থেকে
গাঁজাসহ গ্রেপ্তার করা হয়৷তিনি আরো বলেন,বাবা-ছেলে মিলে দীর্ঘদিন যাবত ঐ এলাকাতে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page