তিতাসে বিএনপি নেতা রবি সরকারের জানাজা সম্পন্ন

তিতাস প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রবি হোসেন সরকারের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। তিনি গতকাল শনিবার রাত সাড়ে ১১ টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

৬ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকায় প্রথম জানাযা এবং বিকাল সাড়ে ৪ টার দিকে কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর নিজ গ্রামে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী ও রাজনৈতিক শুভকাঙ্খী রেখে গেছেন। তিনি উপজেলার কলাকান্দি ইউনিয়নের বড় মাছিমপুর গ্রামের মরহুম নাকু বেপারী বাড়ীর বাইতুন নূর জামে মসজিদের সভাপতি ছিলেন ।

মরহুমের জানাজার নামাজে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন,বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান সরকার,কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ জাহাঙ্গীর আলম,তিতাস উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ভূঁইয়া,ঢাকা মহানগর কৃষক দলের সহ-সভাপতি ও কদমতলী থানা বিএনপি’র সহ-সভাপতি মোঃ ইয়ার হোসেন ববি, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মোঃ ডালিম সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলম সরকার, চান্দিনা পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর সভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আক্তার হোসেন নাদিম,তিতাস উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা।

মোঃ মিজানুর রহমান ভুলু সিকদার,যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ আবু নাছের, হাজী মোবারক হোসেন মোল্লা,উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ মোকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু মোল্লা, কাজী কবির হোসেন সেন্টু, কৃষি বিষয়ক সম্পাদক সৈয়দ মোঃ মোহাজ্জেম হোসেন সরকার, বিএনপি’র সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক ডাঃ গোলাম জিলানী,বিশিষ্ট ব্যবসায়ী আলমগির হোসেন সরকার,মোঃ শহিদ সরকার,মোঃ মোবারক হোসেন,দাউদকান্দি উপজেলা যুবদল নেতা ভিপি জাহাঙ্গীর,তিতাস উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ জহির, মোঃ নজরুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ফারুক হোসেন ভূঁইয়া,শ্রমিক দলের সভাপতি মোঃ আদিলুর রহমান, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ মনির হোসেন,উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল ইসলামসহ দাউদকান্দি, মেঘনা, হোমনা ও তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকার মুসল্লিগণ।

মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন উপজেলার কলাকান্দি ইউনিয়নের বড় মাছিমপুর গ্রামের মরহুম নাকু বেপারী বাড়ী বাইতুন নূর জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মোসলেম উদ্দিন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page