তিতাস নদীতে প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

রাজিব হোসেন জয়।।
কুমিল্লার তিতাস উপজেলার তিতাস নদীতে ৬ হাজার বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আজ ২১ আগস্ট শনিবার বিকালে তিতাস নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

মাছের পোনা অবমুক্তকরণে আর্থিক সহযোগিতা করেন, তিতাস উপজেলার দড়িকান্দি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ দিদারুল আলম।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলার আহ্বায়ক কবি মো. আলী আশরাফ খান, অনুষ্ঠানে তিনি বলেন,এখন আমাদের নদী, জলাশয় ও খালগুলোকে বিভিন্নভাবে সংকোচিত করে ফেলা হয়েছে। যত্রতত্র বাঁধ নির্মাণ, মৎস্য প্রজেক্টের নামে অবৈধ দখল,
ভড়াট করে বাড়ি-ঘর নির্মাণ অতঃপর দখলের মহোৎসবে মেতে উঠেছে একশ্রেণির মানুষ। যার ফলে পরিবেশের যেমন বিপর্যয় দেখা দিয়েছে তেমন দেশী মাছেরও সংকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব অশুভ হোলিখেলা এখনই বন্ধ করতে হবে’।

এসময় তিনি দেশের বিভিন্ন নদী, জলাশয় ও খাল-বিলে মাছের পোনা অবমুক্ত করার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন দড়িকান্দি গ্রামের সৌদি প্রবাসী মোঃ আল-আমিন, প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আরিফুল ইসলাম রাসেল, সভাপতি মোঃ সজীব সরকার বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন প্রমুখ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page