নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, আজকে যে সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে ২০ বছর পর সে হবে একটি ধনী বাংলাদেশের গর্বিত নাগরিক। জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মের জন্য সেই বাংলাদেশ বির্নিমানের ভিশন নিয়ে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু ২৩ বছরের রাজনীতির জীবনে ১৪ বছর কারাগারে কাটিয়েছেন।
বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। আজ ১৩ বছর শেখ হাসিনা সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। স্বনির্ভর বাংলাদেশ গঠনে বড় সমস্যা দূর্নীতি। দূনীতিমুক্ত দেশ গঠন করতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের নেতিক শিক্ষা প্রদান করতে করতে হবে। শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা টিকে থাকলে আমরা ২০৩০ সালে মালোশিয়াকে ছাড়িয়ে যাবো ইনশাল্লাহ।
শনিরার দুপুরে (৩০ জুলাই)নগরীর বীরচন্দ্রনগর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কুমিল্লা শাখা আয়োজিত ত্রি-বার্ষকী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন তিনি।
হাজী বাহার এমপি আরও বলেন, শিক্ষামন্ত্রী দীপু মণি দেশের শিক্ষা ব্যবস্থার ক্ষতি করছেন। ১৮ মাস স্কুল কলেজ বন্ধ ছিল।দিপু মণির কারনে শিক্ষা ব্যবস্থা সারাদেশ বেহালদশা সৃষ্টি হয়েছে। কত বছর লাগবে এ ব্যবস্থা পরিবর্তন হয়তে তাহা বলা এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে।
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ১৬ দফা দাবিতে ৩০ শে জুলাই শনিবার কুমিলা শহরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক বীরচন্দ্র নগর মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর কুমিল্লা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়। সকালে উৎসবমুখর এ সম্মেলনে পায়রা উড্ডয়ন জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি (বি টি এ)।
কুমিল্লা জেলার কমিটির সভাপতি নগরীর হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রিয় সভাপতি অধ্যক্ষ মো: বজলুর রহমান মিয়া, জেলা শিক্ষা অফিসার মো: ইউনুছ ফারুকী ও বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো: আবুল কাশেম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন সম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষে কুমিল্লা জেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ মোস্তফা সারোয়ার খাঁন ও সদস্য সচিব মোঃ নূরুল আমিন সহ কুমিলা জেলা ও বিভিন্ন উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
অধ্যক্ষ জহির সভাপতি হানিফ মজুমদার সেক্রেটারী :
সম্মেলনের অধিবেশনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে নগরীর হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: জহিরুল আলম কে সভাপতি ও ফরিদা বিদ্যায়তনের প্রধান শিক্ষক মো. হানিফ মজুমদার কে সাধারন সম্পাদক করে কুমিল্লা জেলা শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়।
অপরদিকে একই অনুষ্ঠানে আলেকজান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান কে সভাপতি ও বিবির বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন কে সাধারন সম্পাদক করে আদর্শ সদর উপজেলা শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে বিপুল করতালির মধ্য দিয়ে উপস্থিত শিক্ষকরা অভিনন্দন জানান।
আরো দেখুন:You cannot copy content of this page