নাঙ্গলকোটে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাঙ্গলকোট প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজে ছাত্রলীগ নেতার কথামতো ক্লাস বর্জন না করায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) তিন ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ এনেছে কলেজ অধ্যক্ষ মজিবল হায়দার।

অভিযোগের আলোকে বৃহস্পতিবার দুপুরে নাঙ্গলকোট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান অনি বলেন,আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বরং আমি কলেজের বিভিন্ন অনিয়মের ও দূর্নীতির বিষয়ে কথা বলায় এবং বিভিন্ন দাবি সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরায় কলেজ অধ্যক্ষ মজিবল হায়দার পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার এবং ছাত্রলীগকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

কথিত হামলার শিকার হওয়া শিক্ষার্থী ফয়সাল ও জাবেদ বলেন, সেদিন আমাদের উপর কোন হামলার ঘটনা ঘটে নি, এবং আমরা সুস্থ আছি। একটি কুচক্রী মহল ছাত্রলীগকে কলঙ্কিত করার জন্য অপপ্রচার চালানোর চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অনি ও কলেজের একাদশ শ্রেণির সাধারণ শিক্ষার্থীরা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page