পুনরায় ক্লাসে ফিরছে কুবি, সিদ্ধান্ত শিক্ষক সমিতির

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলমান ক্লাস কার্যক্রম থেকে বিরত থাকার কর্মসূচী প্রত্যাহার করে পুনরায় ক্লাস চলমান রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষক সমিতি।

শনিবার (২৭ এপ্রিল) শিক্ষক সমিতির সভাপতি ড. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের চলমান ক্লাস কার্যক্রম থেকে বিরত থাকার কর্মসূচী প্রত্যাহার করে আগামীকাল থেকে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গত মঙ্গলবার শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি পত্র প্রেরণ করে। এ পর্যন্ত প্রশাসন কর্তৃক কোন প্রত্যুত্তর পাওয়া যায়নি।

আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে তত্ত্বীয় ক্লাসের পাশাপাশি ব্যবহারিক ক্লাস সুষ্ঠভাবে পরিচালনার জন্য সশরীরে ক্লাস নেওয়ার বিকল্প নেই।

উল্লেখ্য, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে দফায় দফায় তিন বার ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তবে এখন পুনরায় ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছে সংগ্রহটি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page