পোর্ট্রেট নিউজ ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর সংবর্ধিত

নেকবর হোসেন।।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় পোর্ট্রেট নিউজ ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক ও এনএইচটি হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর কে পোর্ট্রেটের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।

পোর্ট্রেট নিউজ ২৪ এর পরিচালক পিযূষ তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, সহ সভাপতি মন্জুর কাদের মন্জু,আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন আলোকচিত্রী শোয়েব ফারুকী, বিশিষ্ট আলোকচিত্রী মদুদুল আলম পোর্ট্রেটের নির্বাহী সম্পাদক মিথূন দত্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সজল চৌধুরী, চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক অরুণ চক্রবর্তীসহ বিশিষ্টজনরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পোর্ট্রেটের সম্পাদক রূপম চক্রবর্তী।

বক্তারা বলেন, পোর্ট্রেট এর এই আয়োজন সত্যই প্রশংসনীয়। যারা ভাল কাজ করেন তাদেরকে কাজের স্বীকৃতি দিলে বড় কোন কাজ করার প্রতি তাদের আগ্রহ বাড়ে। এতে সমাজ উপকৃত হয়।

সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কন্ঠ শিল্পী আলাউদ্দিন তাহের, ড.অনিমেষ চক্রবর্তী, মাহবুবুর রহমান সাগর।

এছাড়া অনুষ্ঠানে ছিল বিশ্বতানের সদস্যদের গান নৃত্য, আবৃত্তি পরিবেশনা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page