প্রাণিসম্পদ কর্মকর্তাসহ কুমিল্লায় আক্রান্ত-৭৫,মৃত্যু- ৩,বাড়ছে আক্রান্ত

এ আর আহমেদ হোসাইন।।
কুমিল্লার হোমনা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সহ করোনায় আক্রান্ত ৭৫ জন। সচেতনার অভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা দিন-দিন। জেলা সিভিল সার্জন কার্যালয় সৃত্রে জানা যায় আজ বৃহস্পতিকবার জেলার সিটি- কর্পোরেশনে করোনায় আক্রান্ত ৩৪, দাউদকান্দি-১০, চান্দিনা- ৬, দেবীদ্বার- ৪, সদর দক্ষিণ- ৩, হোমনা- ৩, তিতাস- ৩, বুড়িচং- ২, চৌদ্দগ্রাম- ২, লাকসাম- ২, বরুড়া- ২, আদর্শ সদর- ২, নাঙ্গলকোট- ১,মনোহরগঞ্জ- ১ জন।

আজ মৃত্যুর সংখ্যা- ৩ জন। এরা সবাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালর মৃত মৃত্যু বরণ করেন। মৃত্যুর ৩ জন এর মধ্যে সিটিতে-১,চৌদ্দগ্রাম- ১,চান্দিনা- ১ জন।

এই নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা- ২৯১ ও আক্রান্ত মোট- ৯৯১০ জন। এদের মধ্যে মোট সুস্থ হয়েছেন- ৯০৪৫ জন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page