ব্রাহ্মণপাড়ায় মা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মোঃ শরিফ খান আকাশ।।
কুমিল্লার ব্রাহ্মপাড়ায় মা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। গতকাল সকালে ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামে মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফেরদৌস খান চৌধুরীর উদ্যোগে এ ঈদ উপহার বিতরণ করেন। এতে ২ শত পরিবারের মাঝে এ উপহার বিতরণ করা হয়।

এসময় মা ফাউন্ডেশনের সভাপতি ফেরদৌস খান চৌধুরীর স্নেহময়ী মা জাহানারা খানম চৌধুরী উপস্থিত থেকে সবার মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় ভাই সবুর খান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন মা ফাউন্ডেশনের সদস্য ইসলাম খান চৌধুরী, ইকরাম খান চৌধুরী, জসিম খান চৌধুরী, আক্তার খান চৌধুরী, আলমগীর খান চৌধুরী, কাইয়ুম খান চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঈদ উপহার সামগ্রী পেয়ে উপস্থিত অসহায় ছিন্নমূল মানুষেরা আনন্দ ও খুশিমনে বাড়ি ফিরেযান এবং এমন উদ্যোগের জন্য মা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ফেরদৌস খান চৌধুরীর ও তার পরিবারের জন্য দোয়া করেন।

এব্যাপারে মা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ফেরদৌস খান চৌধুরী বলেন, আমি ২০১০ সাল থেকে মানুষের জন্য কিছু করার চিন্তা থাকলেও নানা প্রতিকূলতার কারণে ২০২১ সাল থেকে এই উদ্যোগ শুরু করেছি এবং তা অব্যাহত থাকবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page