মো হাছান।।
কুমিল্লার মনোহরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা সদরের মডেল মসজিদস্থ সেনা ক্যাম্পে উপজেলার ১১টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পুর্নবাসন বাবদ ৪ হাজার ও ২টি পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
সর্বমোট বন্যায় ক্ষতিগ্রস্থ ১৩ পরিবারের হাতে এ অর্থ তুলে দেন উপজেলা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর আমিন। এ সময় উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন রেজওয়ান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার হায়দার আলী, সার্জেন্ট মোঃ তৌহিবুর রহমান, সৈনিক মোঃ আহাদ সহ সেনাবাহিনীর সদস্য আরো অনেকে উপস্থিত ছিলেন।
এর আগেও বাংলাদেশ সেনাবাহিনী ঢেউটিন, গোখাদ্য ও ত্রাণ সহায়তা দিয়ে এ এলাকার বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
আরো দেখুন:You cannot copy content of this page