মনোহরগঞ্জ প্রতিনিধি।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সরসপুর ইউনিয়ন ভাউপুর গ্রাম কুঠি বাড়ির সৈয়দ আহমেদ এর ছেলে সাদ্দাম হোসেন (৩২) কে ইয়াবাসহ গ্রেফতার করেন যৌথবাহিনী।
শনিবার বিকালে লক্ষনপুর বাজার সিএনজি স্টেশন এলাকার মতিন মিয়া দোকানের সামনে পাকা সড়ক থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে সাদ্দাম হোসেনকে ১৪ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন দীর্ঘদিন থেকে এলাকায় গাঁজা, ফেনসিডিল, ইয়াবা ব্যবসাসহ সমাজের বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন। এলাকাবাসির সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ রাস্তা থেকে আটক করেন যৌথবাহিনী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো আশরার ফাতেমী, মনোহরগঞ্জ থানার এস আই মো সিরাজুল ইসলাম, পুলিশ সদস্য তারেক,আবির হাসান, রাজীব প্রমূখ।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে জানান, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। নতুন করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানা একটি মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page