মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা।
(৫ মার্চ) বুধবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে বাজার মনিটরিং অংশ হিসাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় রমজান মাস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনায় সময় গরুর গোস্তর দোকান ও মোদি দোকান সমূহে মূল্য তালিকা না থাকায় ও যথাযথভাবে প্রদর্শন না করায় দুইজন ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রধান আদায় করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
এছাড়া পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বিক্রয়মূল্য সঠিক ও সহনীয় রাখা, অবৈধভাবে পণ্য মজুদ না রাখা এবং ভেজাল পণ্য বিক্রি না করার জন্য বাজারের ব্যবসায়ীদের নির্দেশ প্রদান করা হয়।
এছাড়া পাশাপাশি মুরাদনগর সদর বাজার ও কোম্পানীগঞ্জ বাজার যানজট নিরশনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ ইউনিয়ন পরিষদের মাধ্যমে আনসার সদস্য মোতায়েন করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে এবং জনস্বার্থে মোবাইল কোর্টের মাধ্যমে এই ধরনের অভিযান তদারকি অব্যাহত থাকবে।
আরো দেখুন:You cannot copy content of this page